Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার মত না থাকলে ইউক্রেনের জন্য যেকোনো শান্তি পরিকল্পনা ব্যর্থ হবে: তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ৬:৪৩ পিএম

ইউক্রেনের জন্য যে কোনও শান্তি পরিকল্পনা রাশিয়ার মতামতকে বিবেচনায় নেয়া উচিত, তবে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও এর সমাধান খুঁজে বের করতে অংশ নেয়া উচিত।

শনিবার তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বিদেশী সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন।

‘পক্ষগুলো শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসবে, উভয় পক্ষেরই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর সমর্থনকারীরা ক্লান্তি অনুভব করছে। এ কারণেই আমরা বলি যে, শুধুমাত্র ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নয়, এর নেতৃত্বের মধ্যে একটি সমাধান বের করা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপেরও অংশগ্রহণ থাকতে হবে। রাশিয়াকে অন্তর্ভুক্ত না করে এমন যেকোনো শান্তি পরিকল্পনা সফল হবে না, বরং ব্যর্থ হবে,’ তিনি জোর দিয়ে বলেছিলেন।

কালিন যোগ করেছেন যে, ‘যতদিন সংঘাত চলছে, ইউরোপ যুদ্ধে ক্লান্ত হয়ে পড়বে এবং এর জনগণ বলবে যে, তারা আর ইউক্রেনীয়দের সমর্থন করতে চায় না।’ সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ