Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইডেনের ব্যক্তিগত বাড়িতে মিললো আরও গোপনীয় নথি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:৪৩ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে আরও পাঁচ পৃষ্ঠা গোপনীয় নথি পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে। এ নিয়ে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরের পর তৃতীয়বারের মতো প্রেসিডেন্টের বাড়িতে গোপনীয় কাগজপত্র মিলল।-বিবিসি

জো বাইডেনের আইনজীবি রিচার্ড সুবার বলেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পাওয়া ওই গোপন নথিগুলো তাৎক্ষণিক বিচার বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের নথি এগুলো। এসব নথি কিভাবে বাইডেনের ব্যক্তিগত বাড়িতে গেল সেটি তদন্ত করছে একটি বিশেষ তদন্ত দল। বলা হচ্ছে, সরকারি গোপনীয় নথি ব্যক্তিগত বাড়িতে পাওয়ার বিষয়টি বাইডেনের জন্য রাজনৈতিকভাবে একটি বিব্রতকর বিষয়। এছাড়া এমন সময় বাইডেনের বাড়িতে এসব নথি পাওয়া গেল যখন সাবেক পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও এই একই কারণে তদন্ত চলছে।

একটি নথি পাওয়া গেছে বাইডেনের ডেলেওয়ারের বাড়ির গ্যারেজে। যেখানে তার ১৯৬০ দশকের শেভরলেট করভেট স্পোর্টস গাড়ি রাখা আছে। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে বাইডেনের পেন বাইডেন সেন্টার থেকে নভেম্বরে ১০টি নথি উদ্ধার করা হয়। যেগুলোর ওপর ‘অতি গোপনীয়’ লেখাটি উল্লেখ ছিল।

বার্তা সংস্থা এপির দেওয়া তথ্য অনুযায়ী, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ২০০ দিন ডেলওয়ারে তার ব্যক্তিগত বাড়িতে ছিলেন, যার মধ্যে গত সপ্তাহেও উইলমিংটনে সময় কাটিয়েছেন তিনি। এর আগে গত বছরের আগস্টে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাড়ির টয়লেট, গ্যারেজসহ বিভিন্ন জায়গা থেকে গোপনীয় প্রায় ৩০০ নথি উদ্ধার করেছিল গোয়েন্দা সংস্থা এফবিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ