Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেলিকপ্টারে উড়ে এসে মাঠে রিজওয়ান

আজই কুমিল্লা দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দিয়েছেন পাকিস্তানি তারকা

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ২:৫১ পিএম


ঢাকায় নেমেছেন সকাল ১০টা ২০ মিনিটে। সেখানে থেকে হেলিকপ্টারে বেলা ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পেছনে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নেমেছেন পাকিস্তান দলের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

কিছুক্ষণ পর কুমিল্লা ভিক্টোরিয়ানসের টিম লিস্টে দেখা গেল রিজওয়ানের নাম! ফরচুন বরিশালের হয়ে আজকের দিনের প্রথম ম্যাচে খেলছেনও এই পাকিস্তানি তারকা। টসে জিতে ফিল্ডিং করছে কুমিল্লা।

গতকাল পাকিস্তান-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলেই বাংলাদেশের বিমান ধরেন রিজওয়ান। বিপিএল খেলতে আজ তাঁর চট্টগ্রামে এসে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তিনি আজকের ম্যাচে খেলতে নেমে চমকের জন্ম দিলেন।

কুমিল্লার ম্যানেজার আহসানউল্লাহ হাসান জানিয়েছেন, ‘আজ সকালেই ঢাকায় এসেছেন রিজওয়ান। সেখান থেকে তাঁকে চট্টগ্রামে আনা হয় হেলিকপ্টারে। আজকের ম্যাচে তাঁকে খেলানোর জন্যই এই ব্যবস্থা।’

বরিশালের বিপক্ষে আজকের ম্যাচের একাদশে আছেন আরেক পাকিস্তানি হাসান আলীও। এবারের বিপিএলে এটি তাঁর প্রথম ম্যাচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রাঞ্চাইজি ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ