Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোশাক খাতের ক্ষতির পেছনে অদৃশ্য শক্তি আছে- তোফায়েল

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের পোশাক খাত এগিয়ে যাচ্ছে। কিন্তু এই খাতকে পিছিয়ে দিতে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এর পেছনে অদৃশ্য শক্তি আছে। মনে রাখতে হবে, আমাদের অনেক প্রতিযোগী আছে। তিনি বলেন, বিশ্বের অনেক দেশ বাংলাদেশের পোশাক খাতের উন্নয়নকে ভালোভাবে দেখে না। এ কারণে এই খাতের ক্ষতি করতে অদৃশ্য শক্তি কাজ করছে।
গতকাল শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্সে’ মন্ত্রী এসব কথা বলেন। দীর্ঘ বক্তব্যে নিজের শৈশব থেকে শুরু করে জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন প্রবীণ এই রাজনীতিক। ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এতে সভাপতিত্ব করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সাভারের রানা প্লাজা, তাজরীন ফ্যাশন, হলি আর্টিজানের ঘটনায় বাংলাদেশের পোশাক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। আশুলিয়া এর সর্বশেষ উদাহরণ। তিনি বলেন, আশুলিয়ায় আকস্মিক ঘটনা ঘটেছে। এর আগে বেশ কয়েকদফা শ্রমিকদের মজুরি বাড়ানো হলেও তারা আলোচনা ছাড়াই রাজপথে নেমেছে। কিন্তু এবার বিজিএমইএ বলেছে, তারা কোনো ছাড় দেবে না। সরকার তাদের এই সিদ্ধান্তের সঙ্গে একমত।
মন্ত্রী জানান, আশুলিয়ায় ৯০টিরও বেশি শ্রমিক সংগঠন রয়েছে। এরা দোকান খুলে বসেছে। শ্রমিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা সংগ্রহ করে। এসব সংগঠনের নেতারা অনেকে টাকার মালিকও হয়ে গেছেন। এরাই পোশাক খাতের ক্ষতি করার চেষ্টা করছেন। বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার, তাই বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে গণ্য হচ্ছে মন্তব্য করে তোফায়েল জানান, স্বল্পোন্নত ৪৮টি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রফতানি করে। এছাড়া উন্নয়নশীল শ্রীলঙ্কা, কেনিয়া ও মালদ্বীপের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ২০২১ সালে বাংলাদেশ থেকে ৫০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি করা হবে। বিশ্বের ১২২টি দেশে ওষুধ রফতানি সময়সীমা ১৭ বছর বাড়িয়ে ২০৩৩ সালের জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
দেশে পাঁচ হাজার ডিজিটাল সেন্টার করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী বলেন, এর ফলে অধিকাংশ কাজকর্ম এখন অনলাইনে করা যায়। ডিজিটাল বাংলাদেশ এখন রূপকথার মধ্যে নেই, বাংলাদেশ এখন বাস্তবে ডিজিটাল।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দৃষ্টান্ত স্থাপন হয়েছে দাবি করে তোফায়েল আহমেদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনগুলোও অবাধ ও সুষ্ঠু হবে। বর্তমান সরকারের অধীনে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের আমলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয় উল্লেখ করে তোফায়েল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে এবং নবগঠিত নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে। সেই নির্বাচনও অবাধ ও নিরপেক্ষ হবে। আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে, বিএনপি নির্বাচন না করে যে ভুল করেছে, তা থেকে শিক্ষা নিয়ে নারায়ণগঞ্জে অংশ নিয়েছে। নারায়ণগঞ্জ  থেকে শিক্ষা নিয়ে আর কোনো দাবি-দাওয়া পেশ না করে ক্ষমতাসীন দলের অধীনে বিএনপি অংশ  নেবে।
তোফায়েল বলেন, নির্বাচনের সময়ও বিএনপি ভালো বলেছে। হেরে যাওয়ার পর তারা এদিক-সেদিক কিছু কথা বলেছে, এটা ঠিক হয়নি। নারায়ণগঞ্জে চমৎকার একজন মেয়র নির্বাচিত হয়েছেন।
প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়ে তোফায়েল বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে বসে প্রেসিডেন্ট একটা সার্চ কমিটি করবেন। সার্চ কমিটিতে কতগুলো নাম আসবে।  সেখান থেকে নির্বাচন কমিশন গঠন করা হবে। তিনি বলেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের যে কোনো দিন। এখানে আর আলাপ-আলোচনা করে লাভ নেই।
ডিআরইউর সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী তোফায়েল আহমেদের জীবনী পাঠ করেন। এতে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Nusrat ২৪ ডিসেম্বর, ২০১৬, ১:২৪ এএম says : 0
    ader khuje ber korun
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ২৪ ডিসেম্বর, ২০১৬, ৮:৫০ এএম says : 0
    আমি এবিষয়ের উপর কয়েকবার লিখেছি এবং আমার লিখা যে সত্য তারও প্রমান পাওয়া যাচ্ছে পুলিশি তদন্তের মাধ্যমে তাই বলছিলাম এখন আপনারা পুটি মাছ নোওলা মাছ ধরছেন এবং গরমা মাছের উপর নজর দিয়েছেন কিন্তু আমার লিখায় যারা বড় বড় রুইমাছ তাদের দিকে হাত বাড়াচ্ছেন না এখনও। যাইহোক এরপরও বলব কাজ শুরু হয়েছে এতেই যদি রুই মাছ সাগরে ফিরে যায় আপত্তি নেই কিন্তু তারা যাতে আবার দিক বদলাতে না পারে সেদিকে নজর দারি রাখতে হবে এটাই আমার শেষ কথা। আশাকরি বানিজ্য মন্ত্রী তোফায়েল যিনি আমার থেকেও রাজনীতিতে প্রবীণ ও দক্ষ তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আল্লাহ্‌ আমাদের (মুক্তিযোদ্ধা/গাজী) সাথে ছিলেন, এখনও আছেন ভবিষতেও থাকবেন কোন সন্দেহ নেই। আমীন
    Total Reply(0) Reply
  • Zia ২৫ ডিসেম্বর, ২০১৬, ১:১০ এএম says : 0
    Dear. Minister you know Then why you are not talking? Don't Make us fullish
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তোফায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ