Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে -তোফায়েল আহমেদ

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ৭:৩৬ পিএম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাংসদ সাবেক বানিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন হতে পারে না। তাই বর্তমানে দেশে চলমান ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ব্যাপারে কোনো দলমত নেই। যে অপরাধ করবে সেই অপরাধী। সকলের উচিত এব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া। রবিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, ধর্ষণ ইস্যু নিয়ে রাজনীতি করার কিছু নেই। এব্যাপারে কাউকে ব্লেইম দেয়া উচিত নয়। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের বিষয়ে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার কথা বলেছেন। আশা করি শীঘ্রই তা পাশ হবে। একই সাথে যারা মিথ্যা মামলা করে অন্যের ইজ্জত নষ্ট করতে চায় তাদের ব্যাপারেও ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ। আর সেই স্বপ্ন আজ বাস্তব। যার কারণে আজ আমরা ডিজিটাল মাধ্যমে ঘরে বসে একে অপরের সাথে ভিডিওতে কথা বলতে পারছি। আমরা এখন আর মধ্যম আয়ের দেশ নয়, উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছি।
ভোলার উন্নয়ন নিয়ে তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগের সময়ে ভোলার নদী ভাঙন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন ভোলা নিয়ে আমার স্বপ্ন হলো ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেটিও বাস্তবায়নের পথে। আশা শীঘ্রই ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা হবে। আর তখন ভোলা আরো উন্নত হবে। ভোলা হবে পর্যটন এরিয়া। এক কথায় ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আল ছিদ্দিকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, মনপুরা উপজেলা চেয়ারম্যান শেলিনা চৌধুরী, চরফ্যাসন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান প্রমুখ।



 

Show all comments
  • Abdullah ১১ অক্টোবর, ২০২০, ৮:৩৯ পিএম says : 0
    ধর্ষন কারীর শাস্তি মৃত্যুদন্ড সংসদে পাশ করুন। এবং দ্রুত বিচারের আওতায় সকল ধর্ষক এর বিচারের ব্যাবস্থা করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তোফায়েল আহমেদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ