Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করবেন,স্বাস্থ্যবিধি ও লকডাউন মেনে চলবেন- তোফায়েল আহমেদ

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৬:৩১ পিএম

ভোলা সদর আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের জন্য ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি গরীব-দুখী মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। সবাই যাতে টিকা পায় সেই ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা মানুষ যেন স্বাস্থ্য সচেতনভাবে চলে সেই নির্দেশ দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী হিসাবে যা যা করার দরকার তিনি তাই করেছেন।

রবিবার (৪ জুলাই) ভোলা সদরের পূর্ব ও পশ্চিম ইউলিশা ইউনিয়নের ‘করোনা মহামারি সতর্ককরন’ মতবিনিময় সভায় প্রধান অতিথি’র ভার্চুয়ালী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী যাদের জমি নেই ঘর নেই, তাদের প্রত্যেকটা মানুষ যাতে ঘর পায় তিনি সেই ব্যবস্থাও নিয়েছেন। প্রত্যেক মানুষ যাতে ত্রান পায় সেই ব্যবস্থা তিনি নিয়েছেন। করোনাকালীন সময়ে সবাই প্রধানমন্ত্রীর নিদের্শ পালন করবেন, স্বাস্থবিধি ও লকডাউন মেনে চলবেন।
তোফায়েল আহমেদ আরো বলেন, করোন মহামারি যেভাবে ধারন করেছে, তাতে সবাই সতর্ক না হলে আরো ক্ষতির সম্মুখিন হতে হবে। তাই প্রত্যেকটি মানুষকে মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। টিকা নিতে হবে। সবাইকে ঘরে থাকবে হবে।

জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরীর সভপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মো: কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় দুই ইউনিয়নের জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তোফায়েল আহমেদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ