Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাখমুত ঘিরে ফেলেছে রুশ সেনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২৩, ৩:১৭ পিএম

বৃহস্পতিবার চ্যানেল ওয়ান টিভিকে দেয়া সাক্ষাতকারে ডোনেটস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) ভারপ্রাপ্ত প্রধান ইগর কিমাকভস্কির একজন উপদেষ্টা বলেন, রাশিয়ান বাহিনী এর আর্টিওমভস্ক (ইউক্রেনীয় নাম বাখমুত) ঘিরে রেখেছে।

‘শহরটি ঘিরে ফেলা হয়েছে, দুই দিক থেকে গুরুতর স্ট্রাইকিং ফোর্স গঠন করা হচ্ছে,’ তিনি বলেন, রাশিয়ান ‘আর্টিলারিও প্রায় আর্টিওমভস্কের কাছাকাছি কাজ করছে’।

শহরের কাছে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। এর আগে, ডিপিআরের ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিন বলেছিলেন যে, রুশ বাহিনী পরিকল্পিতভাবে এ অঞ্চলে ইউক্রেনীয় গোষ্ঠীর সরবরাহ লাইন কেটে দিচ্ছে। আর্টিওমভস্ক একবার নিয়ন্ত্রণে নিতে পারলে, প্রজাতন্ত্রের উত্তর অংশকে মুক্ত করার সাথে এগিয়ে যাওয়া সম্ভব হবে, তিনি যোগ করেছেন।

ডিপিআর এবং এলপিআর বারবার বলেছে যে, ইউক্রেনীয় কমান্ড আর্টিওমভস্কের কাছে যে সেনা মোতায়েন করছিল তারা ভারী ক্ষয়ক্ষতি স্বীকার করেছে। সূত্র: তাস।



 

Show all comments
  • Ali Haider Chowdhury TIPU ১৩ জানুয়ারি, ২০২৩, ৮:৩৭ পিএম says : 0
    ইউক্রেনীয় মানুষের উচিৎ বলদা জেলনেস্কি কে বাদ দিয়ে নতুন প্রজন্মের ভবিষ্যতের জন্য অন্য কাউকে দায়িত্ব দেওয়া!এই বেটা বোকার মতো আমেরিকা ও পশ্চিমা দালাল চক্রের ফাঁদে হাবুডুবু খাচ্ছে ????!তার বুঝা উচিৎ রাশিয়া একটি বৃহৎ পরাশক্তি! তাকে হারানোর প্রশ্নই উঠে না!এটি বোকাদের চিন্তা ????!রাশিয়া ইউক্রেন দখলে নেওয়ার জন্য যুদ্ধ করছে বলে মনে হচ্ছে না।
    Total Reply(0) Reply
  • রাসেল ১৪ জানুয়ারি, ২০২৩, ১০:১৭ পিএম says : 0
    আমেরিকার কারনে আজ এত লোক মরছে। র জেলনস্কিকে মৃত্যু দেওয়া।তার মত লোক না থাকার দরকার।
    Total Reply(0) Reply
  • Khondaker Shahjahan ১৩ জানুয়ারি, ২০২৩, ৬:০৪ পিএম says : 0
    যথাশীঘ্র বাখমুতের ও পতন ঘটাবে রাশিয়া। এর আগে রাশিয়া কিছু শহর যেমন লিমেন, খেরসন ছেড়েছে সামরিক কৌশলগত কারনে। রাশিয়ার এখনকার কৌশল অনেক সুচিন্তিত। এখান থেকে রাশিয়া আর পিছনে ফিরবেনা। রাশিয়া লিমেন ও খেরসন পুনঃদখল করবে, এবং সহজেই। কিন্তু তার আগে রাশিয়া ক্লোজ কম্বেটের মাধ্যমে ইউক্রেন বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার টার্গেট নিয়ে এগুচ্ছে।
    Total Reply(0) Reply
  • MASUD ALAM ১৩ জানুয়ারি, ২০২৩, ৭:০২ পিএম says : 0
    আরও বেশি বেশি আন্তর্জাতিক খবর চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ