Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেশ

মমতা মজুমদার | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

এই তো আছি বেশ,
জীবনের পড়ন্ত বেলায় যদি কখনো
দেখা না হয় মুছে নিও কিছু স্মৃতির রেশ
ভুলে যেও কিছু প্রেম, কিছু গল্পের খুনসুটি
কিছু মায়ার বাঁধনে গেঁথেছিলাম যত লুটোপুটি
যদি দেখা হয়,হারিয়ে যাওয়া ফাগুনের প্রথম প্রহর
নিশিতা চাঁদের আলোয় গল্প শুনে ভেসে যেত দুটি হৃদয় নহর
ভুলে যাওয়া বাতায়ন খুলে আসিও না তুমি আর
রেখে কিছু পিছুটান;
স্মৃতিতে বেঁচে থাকার নেই কোন প্রয়োজন।
নেই আর ফেলে আসা সেদিনের ঐ দিনগুলি
মাদকতায় ছুঁয়ে যেত, যত ছিল কথার ফুলঝুরি!
আমরা দুই দিগন্তে ভেসে থাকা আজ দুটি প্রাণ
সুখের সমুদ্রে না পাই দেখা,তবুও তো ছিলাম প্রিয়জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন