Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব ইজতেমা : মার্কিন নাগরিকদের ভ্রমণ পর্যালোচনার পরামর্শ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ১০:০১ এএম

ঢাকার অদূরে টঙ্গীতে ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং ২০ থেকে ২২ জানুয়ারি দুই ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। এসময়ে ইজতেমা কেন্দ্রিক ঢাকা এবং এর আশপাশের এলাকায় বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ পর্যালোচনা করার পরামর্শ দিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস।
বুধবার (১১ জানুয়ারি) এক বার্তায় ভ্রমণ পর্যালোচনা পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, বিশ্ব ইজতেমা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ। বাংলাদেশে আগামী ১৩-১৫ ও ২০-২২ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে এর মূল সমাবেশস্থল। এ সমাবেশে প্রায় চার মিলিয়ন মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
ইজতেমাকে কেন্দ্র করে ঢাকাজুড়ে যানবাহন ও পথচারীদের ট্রাফিক প্যাটার্নের ওপর বড় প্রভাব ফেলবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানজট কমানোর প্রয়াসে ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত করবে বলে আশা করা হচ্ছে।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপরের তালিকাভুক্ত সময়সীমার মধ্যে এবং অতিরিক্ত ট্রানজিট সময় চলাকালে ঢাকার মধ্য দিয়ে এবং এর আশপাশে নির্ধারিত ভ্রমণ পর্যালোচনা করতে উৎসাহিত করছি। এমন পরিস্থিতিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী ব্যক্তিদের তাদের বিমানের টিকিট থাকতে হবে এবং তাদের বিমানের টিকিট পুলিশ চেকপোস্টে উপস্থাপন করতে হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব ইজতেমা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ