Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল

ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাময়িক ত্রুটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

নাটিস টু এয়ার মিশন-এনওটিএএম সিস্টেমের ত্রুটি সারিয়ে যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল ব্যবস্থা পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে।
দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের-এফএএ পক্ষ থেকে টুইটরে এক বার্তায় জানানো হয়, ‘গত মঙ্গলবার রাতে নোটিস টু এয়ার মিশন-এনওটিএএম সিস্টেমের বিভ্রাটের কারণে যে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করা হয়েছিল তা তুলে নেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র জুড়ে ধীরে ধীরে বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে। কী কারণে ওই বিভ্রাট দেখা দিয়েছিল আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি’।
স্থানীয় সময় (ইটি) সকাল সাড়ে ৮টার কিছুক্ষণ আগে নিউয়ার্ক এবং আটলান্টা বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল শুরু করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পুনরায় বিমান চলাচল কার্যক্রম স্বাভাবিক করার কাজ আরম্ভ হয় বলেও জানায় এফএএ।
‘অন্যান্য এলাকায় উড়োজাহাজ চলাচলের সূচিতে জট সৃষ্টির কারণে পুনরায় কার্যক্রম শুরু হতে বিলম্ব হচ্ছে। স্থানীয় সময় সকাল ৯টার মধ্যে সব বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আশা করছি’।
এনওটিএএম সিস্টেমে এমন একটি ত্রুটি দেখা দিয়েছে যেটি পাইলটদের বারবার ফ্লাইট রুটে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করছিল। যে কারণে এফএএ যুক্তরাষ্ট্রের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করেছিল। যান্ত্রিক এ বিভ্রাটের কারণে বুধবার যুক্তরাষ্ট্রের লাখ লাখ ফ্লাইট ‘গ্রাউন্ড স্টপ’ করে রাখতে হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটি ব্যবস্থা হচ্ছে ‘গ্রাউন্ড স্টপ’। এ ব্যবস্থা জারি হলে যে উড়োজাহাজ যে বিমানবন্দরে আছে সেখানেই উড়তে বিলম্ব করে অপেক্ষা করে বা উড়া বাতিল করে।
এফএএ-র জারি করা এই ‘গ্রাউন্ড স্টপের’ কারণে বুধবার স্থানীয় সময় ভোরে কয়েক ঘণ্টা যুক্তরাষ্ট্র থেকে কোনো ফ্লাইট উড্ডয়ন করেনি বলে জানায় বিবিসি।
বিমান চলাচল বিষয়ে তথ্যের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘সিরিয়াম’র দেওয়া তথ্যানুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে কম-বেশি ২১ হাজার ৪৬৪টি উড়োজাহাজ উড্ডয়ন করার কথা। সেগুলোর অধিকাংশই অভ্যন্তরীণ ফ্লাইট, যাতে প্রায় ৩০ লাখ যাত্রীর ভ্রমণ করবেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত (জিএমটি ১৪:৩০) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং যুক্তরাষ্ট্রে আসা ও ছেড়ে যাওয়া মিলিয়ে মোট চার হাজার ৬০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানায় ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’। বাতিল হয়ে গেছে আরো অন্তত ৮০০ ফ্লাইট।
এ গোলযোগ নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সাংবাদিকদের বলেন, কী কারণে এ গোলযোগ সৃষ্টি হয়েছে তা এখনো খুঁজে পাননি এফএএ কর্তৃপক্ষ। তারা এ বিষয়ে নতুন কিছু জানালে তিনি দেশবাসীকে তা জানাবেন। তিনি বলেন, ‘তারা আশা করছেন আগামী কয়েক ঘণ্টার মধ্যে কী কারণে এমনটা হয়েছে তারা সেটা খুঁজে বের করতে সক্ষম হবেন এবং আমরা তখন বিষয়টি জানাবো’।
এর আগে হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত এ গোলযোগের পেছনে ‘সাইবার হামলার’ পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সূত্র : বিবিসি নিউজ, নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ