Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাদক মামলায় পেরুর নাগরিক গোমেজের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১০:৩৩ পিএম

মাদক মামলায় পেরুর নাগরিক জেইমি বার্ডলেস গোমেজের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলায় দুই বাংলাদেশি মো. আব্দুস সালাম ও সালাহউদ্দিনকে বেকসুর খালাস দেয় আদালত।
আজ বুধবার ঢাকার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৯ জানুয়ারি ২ হাজার ৩শ’ গ্রাম কোকেনসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোমেজকে আটক করে পুলিশ। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

একই বছরের ১৫ ডিসেম্বর গোমেজসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোফাজ্জল হোসেন। ২০১৬ সালের ৭ এপ্রিল অভিযোগ গঠন করে আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাবজ্জীবন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ