বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মোসলেহুদ্দীন (৫০) ও আব্দুস সামাদ (৫৮) নামের দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মোসহেলুদ্দীন রাজশাহীর গোদাগাড়ীর মাটিকাটা এলাকার মৃত আলতাব হোসেন ও আব্দুস সামাদ একই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
এপিপি আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৬ সালের মার্চ মাসের ২৬ তারিখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরার টংপাড়া এলাকায় ২০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করেন ডিবি। পরের দিন জেলা গোয়েন্দা পুলিশের এসআই ওসমান গণী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, এ মামলায় দুই জনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দুইজনকে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।