Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে তিব্বত কেমিক্যাল কর্মীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার গন্ডামারা ব্রিজের কাছে এই খুনের ঘটনা ঘটে। খুনের শিকার দুদু মিয়ার বাড়ি রংপুর জেলায়। বাঁশখালীর চাম্বল ইউনিয়নে ভাড়া বাসায় থাকতেন তিনি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, কারা কেন তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আলামত দেখে মনে হচ্ছে খুনের ঘটনা পরিকল্পিত। তার শরীরে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে।
ওসি জানান, দুদু মিয়া পণ্যের অর্ডার নিয়ে গন্ডামারা থেকে চাম্বলে বাসায় ফিরছিলেন। রাত সোয়া ৮টার দিকে ফোনে পরিবারের সদস্যদের বাসায় ফেরার কথা জানিয়েছিলেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে স্থানীয়দের কাছ থেকে গন্ডামারা ব্রিজের কাছে একজনের লাশ পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে তার পরিবারের সদস্যরা এসে দুদু মিয়াকে শনাক্ত করেন।

ছিনতাইয়ের ঘটনা কি না- জানতে চাইলে ওসি বলেন, সেরকম কোনো তথ্য পাইনি। কারণ তার কাছে তেমন টাকা ছিল না। মানিব্যাগে মাত্র ৫৫ টাকা পেয়েছি। মোবাইলও পাওয়া গেছে। তার কাছে টাকা থাকার কথাও নয়। সে কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে শুধু অর্ডার নেয়। পণ্য সরবরাহ করে আরেকজন, টাকা তোলার দায়িত্ব অন্যজনের। খুনের পেছনে ব্যবসায়ীক বা অন্য কোন বিরোধ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।



 

Show all comments
  • পিয়াস সরকার ১৪ জানুয়ারি, ২০২৩, ৩:০২ পিএম says : 0
    ঘটনা সত্য আমি দুদু মিয়ার কলিক
    Total Reply(0) Reply
  • পিয়াস সরকার ১৪ জানুয়ারি, ২০২৩, ৩:০২ পিএম says : 0
    ঘটনা সত্য আমি দুদু মিয়ার কলিক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ