Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ৫:১২ পিএম


---------
।। আজ ১১ জানুয়ারি'২৩ সকালে ঈশ্বরদী থানা পুলিশ শহরের পৌর এলাকার পিয়ারপুর আস্তুলের পুকুর থেকে সুমন (২৬) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। সে ঐ এলাকার ঈমান আলীর ছেলে।

সুমনের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫/৬ দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। মাঝে মাঝেই কাউকে কিছু না বলে এভাবেই বাড়ির বাইরে নিরুদ্দেশ থাকার কারণে নিখোঁজ হওয়ার পর তাকে সেভাবে খোঁজাখুঁজিও করা হয়নি। তার পরিবারের বিশ্বাস ছিলো যেখানেই যাক অন্যান্য বারের মতো ফিরে আসবে। কিন্তু ফিরে এসেছে ঠিকই তবে জীবিত নয় মৃত লাশ হয়ে।

আজ সকালে বাড়ির পাশে পুকুরে সুমনের ব্যবহৃত কম্বল ভাসতে দেখে সন্দেহ হলে পুকুরে নেমে কম্বল ধরে টান দিলে সুমনের লাশ বেরিয়ে পড়ে।


এই ঘটনা থানায় জানালে পুলিশ ফায়ার সার্ভিসের মাধ্যমে পুকুর থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করার পর থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং সুরতহাল রিপোর্টে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবুও মৃত্যুর কারণ খতিয়ে দেখার জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ ও একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ