Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যক্তিগত অফিস থেকে গোপন নথি উদ্ধার, তদন্তের মুখে বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১:৫৪ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণকারী রিপাবলিকানরা প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত অফিস থেকে গোপন নথি উদ্ধারের বিষয়ে তদন্ত শুরু করার জন্য মঙ্গলবার ভোট দিয়েছে। ডেমোক্র্যাটরা অবশ্য এটিকে একটি ‘পক্ষপাতমূলক’ প্রচেষ্টা হিসাবে চিহ্নিত করেছে।

রিপাবলিকানরা মার্কিন বিচার বিভাগ, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এবং অন্যান্য ফেডারেল সংস্থাগুলির বিরুদ্ধে তাদের নতুন সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছে যারা ৬ জানুয়ারী, ২০২১ সালে ইউএস ক্যাপিটলে হামলার জন্য সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকদের বিরুদ্ধে তদন্ত করেছিল। রিপাবলিকানরা বাইডেন প্রশাসন হোয়াইট হাউসের নীতির বিপরীতে চলে এমন মতামত সেন্সর করার জন্য বড় প্রযুক্তি সংস্থাগুলোকে চাপ দিয়েছে বলে করা দাবিগুলোও তদন্ত করবে। প্যানেল প্রতিষ্ঠার বিলটিতে বলা হয়েছে যে, আইনপ্রণেতারা তদন্ত করবেন কিভাবে নির্বাহী শাখা বেসরকারী খাত, অলাভজনক গোষ্ঠী এবং অন্যান্য সংস্থার সাথে ‘আমেরিকান নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুবিধার্থে’ কাজ করে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচিত হওয়ার আগে ব্যক্তিগত অফিস থেকে গোপন নথি উদ্ধারে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ওই নথিতে কী আছে আদৌ তিনি জানেন না। তবে সেগুলো তার আইনজীবীদের দ্বারা সঠিকভাবে পরিচালনা করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার মেক্সিকোতে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি।’

বাইডেন বলেন, ‘লোকেরা জানে আমি শ্রেণিবদ্ধ নথি, বিশেষ করে গোপনীয় তথ্য গুরুত্ব সহকারে নেই। এ সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছিল এবং সেই অফিসে নিয়ে যাওয়া হয়েছে, এমন কোনো সরকারি রেকর্ড পাওয়া গেছে জেনে অবাক হয়েছি।’ বার্তা সংস্থা রয়টার্সকে বাইডেনের এক আইনজীবী জানান, নভেম্বরে ওয়াশিংটনের পেন বাইডেন সেন্টার ফর ডিপ্লোম্যাসি অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্টে একটি তালাবদ্ধ আলমারি থেকে প্রায় ১০টি ফাইল পাওয়া যায় এবং আমরা সেগুলো জাতীয় আর্কাইভসে হস্তান্তর করেছি।

এফবিআই পেন বাইডেন সেন্টারে পাওয়া গোপন নথির তদন্ত করছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড শিকাগোর অ্যাটর্নিকে শ্রেণীবদ্ধ নথিগুলো পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন। বাইডেন ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত হোয়াইট হাউজ থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত পেন বাইডেন সেন্টার অপ্রশাসনিক কাজের জন্য ব্যবহার করতেন। প্রেসিডেন্ট বাইডেন আশা করেন, পর্যালোচনা শিগগির শেষ হবে।

এর আগে, বাইডেন ট্রাম্পকে ‘সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন’ বলে সমালোচনা করেছিলেন যখন এফবিআই গত আগস্টে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়ে ১১ সেট অতি গোপন নথি জব্দ করে। সূত্র: ব্লুমবার্গ, আল-জাজিরা।ক্যাপশন: স্পিকার কেভিন ম্যাককার্থি প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে একটি ভোটে মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব দিয়েছেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ