Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১:২৯ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশ থেকে গলায় গামছা প্যাঁচানো ও হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকার গোলাম নবী হাফিজিয়া মাদ্রাসার পাশ পুলিশ লাাশটি উদ্ধার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল বলেন, সকালে পথচারীরা মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের গলায় গামছা প্যাচানো ও হাত-পা বাঁধা ছিল। প্রাথমিক ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।

আনুমানিক ৩৮ বছর বয়সী নিহত অজ্ঞাত ব্যক্তির পরনে ছাই রঙের ফুলপ্যান্ট আর কালো রঙের জ্যাকেট ছিল। খবর পেয়ে পিবিআইয়ের একটি দল নিহতের পরিচয় সনাক্তের জন্য মরদেহের বিভিন্ন আলামত সংগ্রহ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ