মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বছরের প্রথম দিনে মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল রাজধানী দিল্লি। দুর্ঘটনায় গাড়ির নিচে পা ও পোশাক আটকে যায় স্কুটিচালক তরুণীর। যার পরে ১৩ কিলোমিটার রাস্তা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। পরে পুলিশ তরুণীর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করে। এবার জানা গেল, উৎসবের রাতে একই ধরনের ঘটনায় নয়ডায় মৃত্যু হয়েছে এক সুইগি ডেলিভারি এজেন্ট যুবকের। তার স্কুটারে ধাক্কা মারার পর তাকে ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে টেনে নিয়ে যায় ‘ঘাতক’ গাড়ি। মৃত্যু হয় যুবকের। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত গাড়ি চালকের খোঁজ মেলেনি।
মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুইগি ডেলিভারি এজেন্ট কুশলের। বর্ষবরণের রাতে গ্রাহককে খাবার পৌঁছে দিতে বেরিয়ে ছিলেন তিনি। দুর্ঘটনা ঘটে নয়ডার সেক্টর ১৪-তে, উড়ালপুলের কাছে। জানা গিয়েছে, কুশল স্কুটিতে করে যাচ্ছিলেন। তাকে ধাক্কা দেয় একটি গাড়ি। এরপর কুশলকে ৫০০ মিটার দূরের মন্দিরের কাছ অবধি ঘষটাতে ঘষটাতে নিয়ে যায় গাড়িটি। সেখানে থামালেও মৃতদেহ দেখার পরে গাড়ি নিয়ে পালায় চালক। কুশলের ভাই রাত একটা নাগাদ ফোন করলে এক পথচারি ফোন ধরে এবং দুর্ঘটনার কথা জানায়।
কুশলের ভাই থানায় অভিযোগ করলে পুলিশ লাশ উদ্ধার করে তদন্তে নামে। অজ্ঞাত গাড়িচালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হচ্ছে। দ্রুত অপরাধীকে চিহ্নিত করা হবে। উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, দিল্লিতে দুর্ঘটনায় ছেঁচড়ে মৃত অঞ্জলি সিংয়ের ঘটনায় যৌন হেনস্তারও অভিযোগ উঠেছিল। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পরে জানা গিয়েছে, কোনও জোরজবরদস্তি করা হয়নি তার উপরে। রিপোর্টে আরও জানা গিয়েছে, আতঙ্ক আর অতিরিক্ত রক্তক্ষরণের জেরে প্রাণ হারান অঞ্জলি। তার মাথা, শিরদাঁড়া, উরু এবং পায়ের নিচের অংশে আঘাত লেগেছিল। দীর্ঘ রাস্তা ছ্যাঁচড়ানোর কারণেই এধরনের চোট পেয়েছিলেন তরুণী বলে রিপোর্টে দাবি করা হয়েছে। সূত্র: টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।