বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার চাটমোহর পৌরসভার কাজীপাড়া মহল্লার তিনতলা একটি বাড়ি থেকে বুধবার সন্ধ্যায় পুলিশ এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে। পরিবারের দাবি বাড়ির সবার অলক্ষে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। মৃত স্কুলছাত্রী উপজেলার মুলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের আল কামাল হোসেনের মেয়ে ও পাবনা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী কনক নওরিদ জাহান আখিঁ (১৫)।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান,আল কামাল হোসেনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ২য় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী ও তিন ছেলে-মেয়ে নিয়ে চাটমোহর পৌরসভার কাজীপাড়া মহল্লার হাসান তৌফিকের বাসার তিনতলায় ভাড়া থাকেন। আঁখিকে বাসায় রেখে তার সৎমা ছোট ভাই-বোনকে নিয়ে স্কুলে যান। বিকেল ৩টা নাগাদ ফিরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করে কোন সাড়া না পেযে দরজার ভেন্টিলেটর ভেঙে দরজা খুলে ভেতরে গিয়ে আখিঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে।
চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন জানান,লাশ উদ্ধার করা হয়েছে। মযনাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। থানায় ইউডি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।