Inqilab Logo

শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবন ১৪৩১, ২০ মুহাররম ১৪৪৬ হিজরী

সাভারে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ৪:৫৮ পিএম

মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকাসক্ত নিরাময় করতে হবে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে। গতকাল রাতে সাভারের ওয়াপদা রোড এলাকায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাহী পরিষদ সদস্য মিঠুন সরকারের সভাপতিত্বে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ঢাকা জেলা ছাত্রলীগের অন্যতম নেতা আতিকুর রহমান আতিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন লিজেন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক, চাইল্ড হ্যাভেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ কাবুল মিয়া, সাভার পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এবাদত হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ খান, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাসান প্রমুখ। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন মো: কবির হোসেন। আয়োজক কমিটির পক্ষে মো: আল আমিন, মো: হৃদয়, মো: রাজীব, মো: রানা ও রনি ইসলাম প্রমুখ ব্যক্তি অনুষ্ঠান প্রাণবন্ত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ