বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠিতে আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ব্যাংকের এড়িয়া প্রধান আরিফ কামাল চৌধুরি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শহরের ডাক্তারপট্টি এলাকায় স্থানীয় ব্যবসায়িদের উপস্থিতিতে নতুন শাখার উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে বরিশালের আঞ্চলিক কর্মকর্তা মো. বাকাউদ্দিন মিয়া ও ঝালকাঠি শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে এড়িয়া প্রধান আরিফ কামাল চৌধুরি বলেন, বাংলাদেশের ব্যাংকগুলোর পুজি দেশের এক শ্রেণির মানুষের হাতের মুঠোয় রয়েছে। এবি ব্যাংক তাদের পুজি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে উন্নয়নমুখী কর্মকান্ডের ভাগিদার হতে চায়। ছোট ছোট ঋণ প্রদান করে ছোট আকারের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে বিনিয়োগকৃত টাকা মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে চায়। পরে এই ব্যাংক শাখার সাফল্য কামনা করে দোয়া মোনাজাতের আয়োজন করে কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।