Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জামপুরে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২২, ৫:৩১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে ১টি সিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার জামপুর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ূন কবির ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জানা গেছে, এলজিইডি’র বাস্তবায়নে জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুন্দিরপুর পশ্চিমপাড়া আ. কুদ্দুসের দোকান হতে কবরস্থান মোড় পর্যন্ত ৫০০ মিটার রাস্তার সিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হয়। রাস্তা উদ্বোধন করার পর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এ সময় চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, জামপুর ইউনিয়নে আনাচে-কানাচে অনেক রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে, আস্তে আস্তে সবগুলো কাজ করা হবে। এ ইউনিয়নে আমি চেয়ারম্যান থাকাবস্থায় কোনো রাস্তা পাঁকা ছাড়া থাকবে না ইনশা-আল্লাহ। তিনি কাজের লেবার থেকে রাস্তার কাজে যারা জড়িত তাদেরকে তিনি নিজ দায়িত্বে ভালোভাবে কাজ করার নির্দেশ দেন। কাজে যাতে কোনো প্রকার গাফলতি না হয় সে ব্যাপারে সবার দৃষ্টি কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, জামপুর ইউনিয়নে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমি করছি। চেয়ারম্যান হওয়ার পর আমি এ ইউনিয়নের অনেক উন্নয়ন করেছি। এছাড়া তিনি ইউনিয়ন থেকে মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলার অঙ্গিকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়নের ৩নং ইউপি সদস্য মো. সানাউল্লাহ, জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. মুজিবুর প্রধান, আ.লীগ নেতা নাজমুল হক, যুবলীগ নেতা হাবিবুর রহমান, আ.লীগ নেতা আদেলসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাজের উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ