মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায়ে জানিয়ে দিলো ভারতীয়দের বাক স্বাধীনতায় আর কোনো সংকোচনের বেড়ি পরানোর প্রয়োজন নেই। সংবিধানের উনিশের দুই ধারা অনুযায়ী তারা মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করবেন।
নতুন কোনো আইনপ্রয়োগ করে ভারতীয়দের স্বাধীন মতপ্রকাশে বাধা সৃষ্টির কোনো প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ এই রায় দিয়েছে। বেঞ্চে ছিলেন বিচারপতি এস আব্দুল নাজির, বি আর গাভাই, এ এস বোপান্না, ভি রমাসুব্রনিয়াম এবং বি ভি নাগারত্নম এর মতো শীর্ষ ন্যায় রক্ষকরা। ২০১৬ সালে তদানীন্তন সমাজবাদী পার্টির মন্ত্রী আজম খানের একটি মামলায় রায় দিয়ে এই কথা জানান বিচারপতিরা।
আজম খান ২০১৬ সালে একটি নৃশংস ধর্ষণের ঘটনায় বলেন, সরকারকে অপদস্থ করার জন্য বিজেপি এটা করেছে। নির্বাচনের আগে সরকারকে অপদস্থ করার জন্য বিরোধীদের এটা করার দরকার ছিল। আজম খানের বক্তব্য সংবিধানবহির্ভূত কিনা সেই বিষয়েই রায় দিচ্ছিলেন বিচারপতিরা। রায়ে তাঁরা বলেন, বাক স্বাধীনতা ইতিমধ্যেই বিপর্যস্ত।
সংবিধান দ্বারা প্রাপ্ত অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এরপর আর বাক স্বাধীনতাকে বিপন্ন করার কোনো প্রয়োজন নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।