প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত নভেম্বরে চালু হওয়া দেশের বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার আতিথেয়তায় মুগ্ধ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী ও পরিচালক বাপ্পা মজুমদার। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম যান বাপ্পা। এবারই প্রথম তার এই বিমানটিতে ওড়া। আর বিমানে উড়েই অন্যরকম এক ভালোবাসা পেলেন গায়ক। সামাজিক মাধ্যমে বিমানের ভেতরের একটি ভিডিও প্রকাশ করে এমনটাই জানিয়েছেন তিনি।
বাপ্পার প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, বাপ্পা মজুমদারকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানাচ্ছেন একজন বিমানবালা। ওই ফ্লাইটের অন্য যাত্রীরাও তাকে হাততালি দিয়ে স্বাগত জানান। ভিডিও ক্যাপশনে বাপ্পা লিখেছেন, ‘আমাকে এমন সম্মান জানানোর জন্য এয়ার অ্যাস্ট্রাকে ধন্যবাদ।’
এ প্রসঙ্গে বাপ্পা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে চট্টগ্রাম যাচ্ছিলাম। ফ্লাইটে আমাকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। যদিও আমি এয়ার অ্যাস্ট্রার টাইটেল ট্র্যাক করেছি। সবমিলিয়ে আমি এই বিমান সংস্থার আতিথেয়তায় মুগ্ধ।’
জানা গেছে, এয়ার অ্যাস্ট্রার থিম মিউজিক করেছিলেন বাপ্পা মজুমদার। বিমানে ওঠা-নামার সময় মিউজিকটি যাত্রীরা উপভোগ করে থাকেন।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার প্রথম বাণিজ্যিক ফ্লাইট ২-এ ৪৪১ যাত্রা শুরু করে। প্রতিদিন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিনটি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে জনপ্রিয় হয়ে ওঠা এই বিমান সংস্থাটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।