Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে করেছেন সংগীতশিল্পী প্রতীক হাসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১:১৬ পিএম

দেশ বরেণ্য প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান। বাবার মতো তারাও পেশা হিসেবে বেচে নিয়েছেন সংগীতকে। এরইমধ্যে মিডিয়ায় নিজেদের শক্ত অবস্থানও তৈরি করেছেন দুই ভাই। উপহার দিয়েছেন কয়েকটি জনপ্রিয় গানও। এবার নতুন সুখবর দিলেন প্রতীক হাসান, বিয়ে করেছেন তিনি। গত বছর বিয়ে করলেও তা পরিবারের বাইরে কাউকে জানাননি প্রতীক হাসান।

বিয়ের খবর জানিয়ে প্রতীক হাসান বলেন, ‘বছর দেড়েক আগে মৌসুমীর সঙ্গে আমার পরিচয়। সেখান থেকেই ভালোলাগা। আমাদের পরিবারও বিষয়টি জানতেন। আমরা শিওর ছিলাম আমাদের বিয়ে হবে। আর সেটা জেনেই প্রেম করেছি। অবশেষে শুভ কাজটি সম্পন্ন হওয়ায় খুব ভালো লাগছে।’

এই গায়ক আরও জানান, ‘তার স্ত্রী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। তার স্ত্রী খুব ধর্মপরায়ণ। ছবি তুলতে পছন্দ করেন না। পরিবারেরও নিষেধ আছে। সে কারণে স্ত্রীর কোনো ছবি প্রকাশ্যে আনেননি।’

বিয়ের খবর গোপন রাখার কারণ ব্যাখ্যা করে প্রতীক হাসান বলেন, ‘আমাদের অনেক আত্মীয়স্বজন। অনেকে দেশের বাইরে থাকেন। সবাইকে নিয়েই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু করোনা সংকট বেড়ে যাওয়ায় কাউকে জানানো সম্ভব হয়নি। ঘরোয়া আয়োজনেই বিয়েটা সারতে হয়েছে।’

তিনি জানিয়েছেন বাগদান, কাবিনের সময় দুই পরিবারের ঘনিষ্ঠ কিছু আত্মীয় উপস্থিত ছিলেন। তার পরিবার থেকে তার মা ফাতিমা হাসান ও ভাই প্রীতম হাসান উপস্থিত ছিলেন। তার স্ত্রীকে এখনো আনুষ্ঠানিকভাবে বাসায় নিয়ে আসেননি। তবে দুই পরিবারে আসা-যাওয়া হয়। খুব শিগগির বড় পরিসরে অনুষ্ঠান করে স্ত্রীকে ঘরে তুলবেন বলেও জানান এই শিল্পী।

উল্লেখ্য, সম্প্রতি আরটিভির সংগীত বিষয়ক নতুন রিয়্যালিটি শো ‘ইয়াং স্টার’-এর প্রধান বিচারক প্যানেলে ইবরার টিপু ও পড়শীর সঙ্গে যুক্ত হয়েছেন প্রতীক হাসান। এছাড়া নতুন গানও তৈরিতেও সময় দিচ্ছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংগীতশিল্পী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ