Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মিতু খুনের কারণ কী’ জানতে চাইলেন পিতা

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মেয়ে মাহমুদা খানম মিতু হত্যার কারণ ও খুনী কারা মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে তা জানতে চাইলেন মিতুর পিতা ও সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। গতকাল (বৃহস্পতিবার) সিএমপি সদর দফতরে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এডিসি কামরুজ্জামানের সাথে দেখা করে মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবরও নেন তিনি। প্রায় চার ঘণ্টা তদন্ত কর্মকর্তার সাথে আলোচনা শেষে বের হয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, মামলা সংক্রান্তে ও অগ্রগতি সম্পর্কে কথা বলতে এসেছি।
কাউকে সন্দেহ করছেন কি না- এ প্রশ্নের জবাবে মোশারফ হোসেন বলেন, বাই নেইমে কারও কথা বলিও নাই এবং সন্দেহও করি না। খুনের মোটিভটা কী এবং কেন খুন করল একটা মেয়ে মানুষকে, সে তো কোনো চাকরী করে না... কে এ খুনের ব্যাপারে সহায়তা করছে? সে যেই হোক উদঘাটন করার জন্য অনুরোধ করেছি। সন্ত্রাসীরা মিতুকে হত্যা করেছে জানালেও কী কারণে কিংবা কার প্ররোচণায় মিতুকে লক্ষ্যবস্তু করে হামলা হয়েছিল, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি। এর আগে বাবুল আক্তারও তদন্ত কর্মকর্তার কাছে এসে মামলার খোঁজখবর নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিতু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ