প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঢাকাই চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সাংসারিক জীবনে কঠিন এক সময় পার করছেন চিত্রনায়িকা পরীমনি। ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমনির দেয়া বিভিন্ন স্ট্যাটাসে তার প্রতি সহমর্মিতা জানিয়েছেন তার সহকর্মী ও অনুরাগীরা। তবে হাজার হাজার মন্তব্যের ভিড়েও একজনের মন্তব্য নজর কেড়েছে নেটিজেনদের। যার মন্তব্য ভাইরাল তিনি আর কেউ নন, পরীমনির ‘মা’ চয়নিকা চৌধুরী।
পরীমনিকে উদ্দেশ্য করে মন্তব্যের ঘরে এই নির্মাতা লেখেন, ‘তুমি যোদ্ধা মা। সব ঠিক হয়ে যাবে।’ সঙ্গে যুক্ত করেছেন বেশ কিছু ইমোজি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চয়নিকা চৌধুরীর সেই মন্তব্যে দেড় হাজার নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন।
পরীমনি-চয়নিকার মধ্যে মা-মেয়ের মতোই স্নেহ, ভালোবাসা, সম্মান ও নির্ভরশীলতা রয়েছে। এর আগে, ঢাকা বোট ক্লাবের ঘটনার সময়ও নায়িকার পাশে ছায়ার মতো ছিলেন এই নির্মাতা। ‘যোদ্ধা’ সম্ভোধন করে এবারও মেয়েকে সাহস জুগিয়েছেন তিনি।
যাকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন, সেই রাজের বিরুদ্ধে শারীরিক নিপীড়নের অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন পরীমনি। ২০২২ সালের শেষ দিন বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। এরপর নতুন বছরের প্রথম প্রহরেই রক্তমাখা বিছানার ছবি দিয়ে সংবাদ সম্মেলনের কথা জানিয়ে আলোচনায় আসেন। পরবর্তীতে আরেকটি স্ট্যাটাসে রাজের বিরুদ্ধে শারীরিক নিপীড়নের অভিযোগ তোলেন পরীমনি।
এদিকে পরীমনির সঙ্গে যে সম্পর্ক টিকছে না সে বিষয়টি স্পষ্ট করেছেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, আর হবে না।’ তিনি আরো বলেন, ‘পরীর যা মন চায় করুক। তাকে আটকাতে চাই না। তার সবকিছু বলার ও করার অধিকার আছে। আমি চুপচাপ আছি। আমার একা থাকা দরকার।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।