যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সিলিং খুলতে গিয়ে মাথায় পড়ে চট্টগ্রামের রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ওই প্রবাসীর নাম মো: হেলাল উদ্দিন (৪০)। তিনি সদর রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টিলাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
জানাগেছে, গত ৩০ ডিসেম্বর শুক্রবার ওমানের একটি নির্মানাধীন ভবনে কাঠের সিলিং খুলতে গিয়ে মাথায় পড়ে আহত হন হেলাল। সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে মারা যায় সে। হেলাল দুই কন্যা সন্তানের জনক। ৭ মাস বয়সী ২য় কণ্যাকে দেখতে দেশে আসার কথা ছিল তাঁর। তবে ভাগ্যের নির্মম পরিহাস কল্পনার ফুটফুটে ওই কন্যাকে দেখা হলোনা তার।
আগামী ১০ জানুয়ারী তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান স্বজনেরা।
এদিকে তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।