Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৯ পিএম

বন্দরে মুরগী খামারে কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে রেদওয়ান (১৮) নামে এক ওয়েল্ডিং শ্রমিক করুণ মৃত্যু বরণ করেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকায় এ দুর্ঘটনাটি ঘট
নিহত ওয়েল্ডিং শ্রমিক রেদওয়ান বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দাস্থ বেপারীপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে। খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন
জানা গেছে, বন্দর থানার ২০ নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে ওয়েল্ডিং শ্রমিক রেদওয়ান শুক্রবার সকালে একই থানার ফরাজিকান্দা এলাকার জনৈক আরিফ মিয়ার মুরগী খামারে কাজ করতে আসে।
এসময় অসাবধানতা বসত মুরগী খামারে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেদওয়ানকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় নিহতের পিতা মফিজুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিস্ট প্রশাসনের নিকট লিখিত আবেদন করে। পরে সংশ্লিষ্ট প্রশাসন লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি প্রদান করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ