বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টঙ্গীর সিংবাড়ী এলাকায় পাটোয়ারী ফ্যাশন লিঃ নামক একটি পোষাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকাল দশটার দিকে কারখানার ৩য় তলার কাটিং সেকশনে এ ঘটনা ঘটে। নিহত সাকিব গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা বড় দেওড়া চন্ডীতলা এলাকার জাকির মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে প্রতিদিনের ন্যায় কারখানায় কাজ করছিলেন সাকিবসহ উপস্থিত শ্রমিকরা। এসময় হঠাৎ করে ৩য় তলার জানালার থাই গ্লাস খুলে ভবনের বাইরে থাকা বিদ্যুৎ লাইনের উপর পড়ে যায়। নিহত সাকিব কারখানার ভিতর থেকে জানলা দিয়ে সেই থাই গ্লাসটি উঠানোর চেষ্টা করলে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে টঙ্গী সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পাটোয়ারী ফ্যাশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জাকির পাটোয়ারী বলেন, অপ্রত্যাশিত ভাবে এই দূর্ঘটনা ঘটে গেছে। নিহত পরিবারকে আমরা ক্ষতি পূরণ দেওয়ার চেষ্টা করবো। সকলের সহগোগিতা চাই। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার লক্ষ্যে লাশ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।