Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এফ-১৬ যুদ্ধবিমান কিনতে যুক্তরাষ্ট্রে প্রতিনিধিদল পাঠাবে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ৬:৩৪ পিএম

এফ-১৬ যুদ্ধবিমান ক্রয় বিষয়ে আলোচনার জন্য চলতি মাসে যুক্তরাষ্ট্রে একটি প্রতিনিধিদল পাঠাবে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম গতকাল (শনিবার) এ তথ্য প্রকাশ করে।

প্রকাশিত তথ্যানুসারে, তুর্কি প্রতিনিধিদল মার্কিন সিনেটের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে। ২০২২ সালের ডিসেম্বরে মার্কিন কংগ্রেসে অনুমোদিত ২০২৩ সালের প্রতিরক্ষা আইনে, তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির ওপর বিধিনিষেধ তুলে নেয়া হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর তীব্র বিরোধিতা সত্ত্বেও, তুরস্ক এর আগে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষাব্যবস্থা ক্রয় করে। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তুরস্কে এফ-৩৫ ফাইটার বিমান বিক্রির সিদ্ধান্ত স্থগিত করে। সূত্র: ডেইলি সাবাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ