বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নতুন ক্লাশের নতুন বই হাতে নিয়ে কুমিল্লা মহানগরীর চকবাজার ইসলামিয়া আলীয়া কামিল মাদরাসার শিক্ষার্থীদের উচ্ছ্বাসের কমতি ছিল না। নতুন বই হাতে নিয়ে হাসি মুখে বাড়ি ফিরেছে ওরা। এর আগে নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে দেশপ্রেমিক ও দ্বীনি শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
রোববার বেলা সাড়ে ১১টায় আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক উৎসব দিবসে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ আহবান জানান।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়েই সকল শিক্ষার্থী বছরের প্রথম দিন থেকে বই হাতে পাচ্ছে। স্কুলে বিনামূল্যে বই বিতরণ যখন ছিল না, তখন বাজারে নতুন বই আসতে মার্চ পর্যন্ত সময় লেগে যেত। উপরের শ্রেণিতে যারা উত্তীর্ণ হতো তাদের কাছ থেকে পুরনো বই এনে বা কিনে পড়তে হতো। শিক্ষাক্ষেত্রের এ অস্বতঃস্ফূর্ততা দূর করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের সময়েই সকল শিক্ষার্থী বছরের প্রথম দিন থেকে বই হাতে পাচ্ছে। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে আরও এগিয়ে নিতে শিক্ষার ওপর অত্যধিক গুরুত্ব দিয়েছেন। সরকার জাতীয় শিক্ষা নীতিমালায় মাদরাসা শিক্ষাকেও অনেক গুরুত্ব দিয়েছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তত দেন চকবাজার ইসলামিয়া আলীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ¦ মাওলানা মোহাম্মদ আবদুল মতিন। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও মাদরাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আলহাজ মো: ওমর ফারুক। সঞ্চালনায় ছিলেন-মাদরাসা শিক্ষক মো. সাইদুর রহমান। এসময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।