Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার গুরুত্ব পাওয়ায় অংশুল পান্ডের উচ্ছ্বাস

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালে নমনের ভূমিকায় অভিনয় করছেন অংশুল পান্ডে। সিরিয়ালটির কাহিনীর কাল এগিয়ে নেবার পর তার চরিত্রটি আবার গুরুত্ব পাচ্ছে বরে তিনি সন্তুষ্ট বলে জানিয়েছেন।
“আগে আমার চরিত্রটির গুরুত্ব কমে গিয়েছিল বলে সা¤প্রতিক এই লিপে আমি সন্তুষ্ট। এবার আমার চরিত্রটি আবার কাহিনীতে গুরুত্ব পাচ্ছে বলে আমি খুশি,” অংশুল বলেন।
“টেলিভিশন অনুষ্ঠানগুলো সব প্রায় এক রকম। একসময় দেখা যায় কোনও অভিনেতা খুব গুরুত্ব পাচ্ছে আবার কিছুদিন পর আবার হয়তো অন্য কেই কাহিনীর কেন্দ্রে থাকে। তাই কখনও আমার যদি তেমন ভূমিকা নাও থাকে আমি হতাশ হয়ে পড়ি না। চ্যানেল আর প্রডাকশন টিম আমাকে এই শোতে অন্তর্ভুক্ত করেছে বলেই আমি খুশি,” তিনি আরও বলেন।
অংশুলকে এখন তেকে এক প্রতিষ্ঠিত ও আত্মবিশ্বাসী ব্যবসায়ীর ভূমিকায় দেখা যাবে। তার চরিত্রটি খলে পরিণত হয়েছে।
তিনি বলেন, “আমি এমন এক মানুষ যে নায়রা সম্পর্কে সব জানে। কিন্তু আকশারার ওপর কোনও এক ধরনের প্রতিশোধ নেবার সে তা প্রকাশ করবে না। নায়রার এই গোপন কথা সে আর তার স্ত্রী কারিশমাই জানে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবার গুরুত্ব পাওয়ায় অংশুল পান্ডের উচ্ছ্বাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ