Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উহানের ওয়াটার পার্কে তারুণ্যের উচ্ছ্বাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

গত বছরের ডিসেম্বরে চীনের যে শহরে প্রথম নতুন করোনাভাইরাসের উপস্থিতি মিলেছিল, সেই উহানেরই একটি ওয়াটার পার্কে এবার এক মিউজিক ফেস্টিভ্যালে কাঁধে কাঁধ লাগানো ভিড়ে মাস্কবিহীন কয়েক হাজার মানুষকে ভাসমান রাবারে উল্লাস করতে দেখা গেছে। সপ্তাহান্তে উহানের মায়া বিচ ওয়াটার পার্কে এ প্রাণোচ্ছ্বল তরুণ তরুণীদের ভিড় ও কোলাহলের ছবি দেখে মনে হচ্ছে বাকি বিশ্ব এখনও যে প্রাণঘাতী ভাইরাসের মোকাবেলায় প্রাণপণ লড়াই করে যাচ্ছে, তা বোধহয় উহান থেকে পালিয়েই গেছে। হোহা ইলেকট্রিক মিউজিকাল ফেস্টিভ্যালে সপ্তাহান্তে সামাজিক দূরত্ব ও মাস্ক ছাড়া কয়েক হাজার মানুষের উপস্থিতির বেশকিছু ছবি এরই মধ্যে অনলাইনে ভাইরাল হয়ে গেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। জানুয়ারিতে বিশ্বের প্রথম কোভিড-১৯ রোগী পাওয়া শহরটির কয়েক মাস আগের চিত্রও এর একেবারেই বিপরীত ছিল। সে সময় গণমাধ্যমে আসা বিভিন্ন ছবিতে উহানকে জনমানব ও যানবাহনহীন ভুতুড়ে রূপে দেখা গেছে। সংক্রমণ প্রতিরোধে কর্তৃপক্ষের একের পর এক আগ্রাসী পদক্ষেপের পর এপ্রিলে হুবেই প্রদেশের এ রাজধানী শহর থেকে লকডাউন তুলে নেওয়া হয়। মে মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত উহানের পাশাপাশি হুবেইয়ের কোথাও স্থানীয়ভাবে সংক্রমিত কোনো কোভিড-১৯ রোগীর সন্ধান মেলেনি। চারশ’র বেশি রোগী শনাক্ত ও ১৭ জনের মৃত্যুর পর ২৩ জানুয়ারি কর্তৃপক্ষ উহানে লকডাউন দেয়। এরও এক সপ্তাহ আগে চীন নতুন করোনাভাইরাসটি যে ছোঁয়াচে, তা নিশ্চিত করেছিল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারুণ্যের-উচ্ছ্বাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ