Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমনির বালিশ ও বিছানায় রক্তের দাগ, আগামীকাল সংবাদ সম্মেলন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ১০:৫৭ এএম | আপডেট : ৫:৩৫ পিএম, ১ জানুয়ারি, ২০২৩

ঢালিউড চিত্রনায়িকা পরীমনি এবং শরীফুল রাজের দুষ্টু-মিষ্টি সম্পর্কের কথা সকলেই জানা। গত বছরের শুরুতে পরীমনি নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনেন; জানান মা হওয়ার কথাও। তারপর সন্তান রাজ্য আর স্বামী রাজকে নিয়ে ভালোই যাচ্ছিল পরীর সংসার। কিন্তু বছরের শেষ দিনে সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে সংসার ভাঙার ইঙ্গিত দেন পরী। এবার আরও একটি ছবি দিয়ে সেই আগুনে ঘি ঢেলে দিলেন পরীমনি।

নতুন বছরের শুরুতে অর্থাৎ পহেলা জানুয়ারি ভোরের দিকে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে থেকে ছবিসহ একটি পোস্ট করেছেন পরীমনি। সেই ছবিতে দেখা যায়, একটি বালিশ ও বিছানায় রক্তের দাগ। পোস্টে লেখা ছিল, ‘নতুন বছরের শুভেচ্ছা! আগামীকাল সংবাদ সম্মেলন.....আসছে। ’

পরীমনির এই পোস্টের পরই হইছই পড়ে গেছে মিডিয়া অঙ্গনে। শরিফুল রাজ ও পরীর মধ্যে কি হয়েছে এ নিয়ে নানান কথা চলছে।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরীমনি। যেখানে রাজ ও তার দাম্পত্য জীবনে বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেছে। ওই স্ট্যাটাসে পরীমনি লিখেছিলেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই। ’

স্ট্যাটাসের বিষয়ে জানার জন্য পরীর সঙ্গে যোগাযোগ করা হলে সম্পর্ক ছিন্ন করার কথা গণমাধ্যমে স্বীকার করেন তিনি। তবে এ ব্যাপারে বেশি কথা বলতে চাননি অভিনেত্রী। পরীমনি বলেন, ‘এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। ’

উল্লেখ্য, ৩১ আগস্ট (শনিবার) প্রথম প্রহরে ঢাকাই ছবির আলোচিত এই নায়িকা ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি আর রাজের সঙ্গে সংসার করবেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ