মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। গতকাল শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ৫ সন্তান রয়েছে তার। পুত্র সোমাভাই, অম্রুতভাই, প্রহ্লাদভাই, পঙ্কজভাই এবং কন্যা বাসন্তীবেন।
গান্ধিনগরের সেক্টর ৩-এর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মরদেহ কাঁধে করে বয়ে নিয়ে যান তার ছেলে নরেন্দ্র দামোদরদাস মোদি এবং অন্য সন্তানেরা। শ্মশানযাত্রার আগে মায়ের মরদেহের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন মোদি।
শুক্রবার সকালে আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছনোর পরেই ছোটভাইয়ের বাড়িতে ছুটে যান মোদি। সেখানেই তার মায়ের মরদেহ শায়িত ছিল। মায়ের পা-এ ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়ে নতমস্তকে প্রণাম করেন। শ্মশানযাত্রার সময়টা মায়ের মরদেহের পাশেই বসেছিলেন। গান্ধিনগরেই শ্মশানের উদ্দেশে গাড়ি করে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীর মা হীরাবেনের মরদেহ।
গতকাল সকালে মায়ের মৃত্যু সংবাদ পাওয়ার পরে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, ‘মায়ের মৃত্যুর সঙ্গে যেন ১০০ বছরের দীর্ঘ সফর শেষ হয়ে গেল। মায়ের মধ্যে আমি তিনটে বড় রকমের গুণ প্রত্যক্ষ করেছিলাম। সন্ন্যাসীর মতো জীবন, আত্মত্যাগ এবং নীতির প্রতি নিয়োজিত প্রাণ একটা মানুষ’।
গুজরাত সফরে গেলেই মায়ের সঙ্গে দেখা করতে রায়সান ছুটে যেতেন মোদি। গান্ধিনগরের কাছে রায়সানেই ভাইয়ের বাড়িতে থাকতেন তার মা হীরাবেন। গত বুধবার হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন হীরাবেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পাওয়া মাত্রই গুজরাতের উদ্দেশে রওনা দেন মোদি। হাসপাতালে গিয়ে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। চিকিৎসকেরা তখন জানিয়েছিলেন, হীরাবেনের অবস্থা স্থিতিশীল। তা শোনার পরেই দিল্লি ফিরে যান প্রধানমন্ত্রী।
মা হীরাবেনের শেষকৃত্য সেরেই কাজে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন পূর্বাঞ্চলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে সশরীরে থাকার কথা ছিল তার। কিন্তু হঠাৎ মাতৃবিয়োগ হওয়ায় তিনি ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে যোগ দেন। হাওড়া- নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কলকাতার জোকা-তারাতলা মেট্রো রুটেরও উদ্বোধন করেন মোদি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
মোদির মায়ের মৃত্যুতে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে, আপনার প্রিয় মা শ্রীমতি হীরাবেন মোদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য জানিয়েছেন।
হীরাবেনকে একজন গর্বিত মা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি একজন মা, প্রেরণাদাতা ও পরামর্শদাতা হিসেবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, ‘আপনার (মোদী) মায়ের সাথে আপনার অত্যন্ত গভীর সম্পর্ক এবং তার প্রতি গভীর শ্রদ্ধা প্রজন্মের পর প্রজন্মের সবার কাছে অনুকরণীয় নজির হয়ে থাকবে। আপনার এ সম্পর্ক গভীর পারিবারিক মূল্যবোধ প্রতিফলিত করে যা আমাদের সমাজ অনাদিকাল থেকে লালন করে আসছে।’
শেখ হাসিনা বলেন, ‘শ্রীমতি হীরাবেন মোদীর পরলোক গমনের মধ্য দিয়ে আমরা সারল্য, পবিত্রতা ও মূল্যবোধে পরিপূর্ণ এক শতাব্দীর জীবনকালের সমাপ্তি প্রত্যক্ষ করেছি।’ তিনি বলেন ‘শোকের এ সময়ে, আপনি, আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং যারা তার গৌরবময় জীবন ও আশীর্বাদে ধন্য হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা।’ ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।