Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেতানিয়াহুর নতুন সরকারের সঙ্গে কাজ করতে আশা বাইডেনের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ৯:৩৯ পিএম

নতুন মন্ত্রিসভায় বর্ণবাদের অভিযোগ ও কট্টর ডানপন্থিদের অন্তর্ভূক্তির বিষয়ে শঙ্কাকে পাশ কাটিয়ে নতুন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের সঙ্গে কাজ করে যেতে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নেতানিয়াহুকে যুগান্তরী বন্ধু হিসেবে উল্লেখ করে বৃহস্পতিবার দেয়া এক বার্তায় বাইডেন বলেন যে, তিনি ইসরায়েলের সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবেন এবং যৌথভাবে ‘ইরানের হুমকি’সহ মধ্যপ্রাচ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনসহ এই অঞ্চলের শান্তির জন্য আশাবাদি দৃষ্টিভঙ্গি নিয়ে আমার প্রশাসন শুরু থেকেই অংশীদার হিসেবে কাজ করে আসছে।’ জো বাইডেন বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের নতুন সরকারের সঙ্গে কাজ করে যেতে আমরা বদ্ধপরিকর।’

ইসরায়েলের সমালোচনার বিরুদ্ধে সোচ্চার বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে তার মিত্রের সমর্থনের বিষয়ে লৌহকঠিন অবস্থানে থাকছে বলেই মনে করছেন শীর্ষ কর্মকর্তারা। বৃহস্পতিবার ‘দুই রাষ্ট্র সমাধান’ নীতির প্রতি ওয়াশিংটনের মৌখিক সমর্থন ব্যক্ত করার বিষয়ে আবারও আশ্বাস দিলেও নেতানিয়াহু খোলাখুলিভাবেই বলে আসছেন যে, তিনি অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বাড়ানো হলো তার অন্যতম অগ্রাধিকার।

এদিকে ফিলিস্তিন অধিকার সংস্থাগুলো বলছে আন্তর্জাতিক আইনে বসতি স্থাপন অবৈধ হলেও প্রক্রিয়াটি একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে অসম্ভব করে তুলেছে। বৃহস্পতিবার বাইডেন বলেন, আমাদের মূল্যবোধ ও স্বার্থের প্রশ্নে বিরোধ তৈরি করে এমন নীতির বিরুদ্ধে থেকে দুই রাষ্ট্র সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্র তার সমর্থন অব্যাহত রাখবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ