Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় আজিজুল হক কলেজ মাঠ থেকে লাশ উদ্ধার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ৫:৩৫ পিএম

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ মাঠ থেকে সুমন কুমার কুন্ড (৪৫) এক ব্যাক্তির লাশ

উদ্ধার করা হয়েছে।
সুমন কুমার বগুড়ার আদমদিঘী উপজেলার বিহিগ্রামের মৃত সুনিল কুমারের ছেলে।
সুমন পরিবারসহ বগুড়া শহরের কালিতলা এলাকায় ভাড়া থাকতেন ও বেসরকারি একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন।

এরআগে বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে কলেজ ক্যাম্পাসের কমার্স ভবনের সামনে খেলার মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষাক্রিয়ার কারণে সুমনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে
জানান,বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম।
সুনিলের স্ত্রী চুমকি রানী জানান, বুধবার দুপুর ২ টার দিকে সুমন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন। মুঠোফোন ও মানিব্যাগও তিনি বাড়িতে রেখে বেরিয়ে যান৷ এরপর আর তিনি বাড়িতে ফেরেননি।
তিনি আরাও জানান, সুনীল একমাস আগে একটি ইন্সুইরেন্স কোম্পানিতে যোগদান করেন। আর্থিক সংকটের কারনে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলেও জানান সুমনের স্ত্রী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ