Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের আসামে ব্যাপক শিলাবৃষ্টি, ক্ষতিগ্রস্ত বহু মানুষ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ১০:০৬ এএম

ভারতের আসাম রাজ্যে গতকাল মঙ্গলবার ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এদিন সকালে রাজ্যের উত্তর দিকে বরফ পড়ার মতো অঝোরে বৃষ্টির সঙ্গে পড়তে থাকে শিলা।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, অসময়ের শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, শিলাবৃষ্টির ফলে উজান আসামে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ হাজার ৯৪৭টি পরিবার। ৪ হাজার ৪৩৩টি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে এদিনের শিলাবৃষ্টিতে।

রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ৩ হাজার ৫৩৯টি ত্রিপল বিতরণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা অনেকেই শিলাবৃষ্টিকে তুষারপাত বলে মনে করেছিলেন। পরে অবশ্য সবাই বুঝতে পারেন শৈলশহরের মতো বরফ নয়, শিল পড়ছে। কিছু মানুষ ব্যস্ত হয়ে পড়েন শিল পড়ার ছবি তুলতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ