Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তুতি ম্যাচে পরীক্ষার মুখে মুস্তাফিজ

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : অস্ট্রেলিয়ায় ৯ দিনের কন্ডিশনিং ক্যাম্প, ২টি টুয়েন্টি-২০ অনুশীলন ম্যাচ খেলে বাংলাদেশ দল আজ অবতীর্ণ হচ্ছে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে। নিউজিল্যান্ড সফরে প্রথম ২ দিন বিশ্রামে কাটিয়ে গত ২ দিন ঘাম ঝরানো অনুশীলন করে সফরের একমাত্র অনুশীলন ম্যাচে হচ্ছে মুখোমুখি। আগামী ২৬ ডিসেম্বর থেকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ ওয়েঙ্গেরিতে ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। যে ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশে নেই বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ওয়ানডে স্কোয়াডের কেউ। তবে ১৩ মাস পর ওয়ানডে প্রত্যাবর্তনে আজ পরীক্ষার মুখে পড়ছেন মুস্তাফিজুর। ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে  খেলতে যেয়ে ইনজুরিতে পড়ে গত ১১ আগস্ট  লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাঁধের টেলিস্কোপ সার্জারি সফল ভাবে সম্পন্ন হয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় ধীরে ধীরে ফিটনেস ফিরে পেলেও ম্যাচ ফিটনেসের পরীক্ষা এতদিন দিতে হয়নি বাঁ-হাতি কাটার মাস্টার মুস্তাফিজুরকে। সিডনির ২টি অনুশীলন ম্যাচেও খেলানো হয়নি তাকে। ওয়ানডে সিরিজের আগে আজ তার স্কিল ফিটনেস পরীক্ষা করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। হাতুরুসিংহের ট্র্যাস্পকার্ড লেগ স্পিনার তানভীর সিডনির অনুশীলন ম্যাচে খেললেও নিউজিল্যান্ডের কন্ডিশনে তার বোলিং কার্যকরিতা ও পরখ করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। আজ বাংলাদেশ সময় সকাল ৪টায় শুরু হওয়া এই ম্যাচে শুভাশিষের পেস বোলিংয়ের ধারটাও পরখ করার কথা ভাবছে কোচিং স্টাফ।
অনুশীলন ম্যাচে  বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায়, তানভীর হায়দার।
অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ড একাদশ : রায়ান ডাফি, বেন স্মিথ, ভারত পোপলি, কেন ম্যাকক্লার, কোল ম্যাককনচি, বেন হর্ন, শন হিকস, হেনরি শিপলি, ম্যাট ম্যাকইউয়ান, ব্রেট হ্যাম্পটন, আজাজ প্যাটেল ও ইয়ান ম্যাকপিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ