Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মুস্তাফিজ ম্যাজিক অব্যাহত

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ওয়াকার ইউনুসের মতো পাকিস্তান লিজেন্ডারী যখন মুস্তাফিজুরের হাতে বল দেখে ধারাভাষ্যে বলেন, এবার আসছেন ম্যাজিশিয়ান, তখন তো গর্বে বুক ফুলে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের। অথচ কি জানেন, নিজে বিস্ময়ের জন্ম দিয়ে মুস্তাফিজুর বিস্মিত নন! বোলিং গুরু হিথ স্ট্রিক প্রতিপক্ষ দল গুজরাট লায়ন্সের ডাগ আউটে, নিজের বোলিংয়ে কতোটা উন্নতি হয়েছেÑরাজকোটে গুজরাট লায়ন্সের বিপক্ষে প্রথম ম্যাচে ৪-০-১৯-১ এ জানিয়ে দিয়েছিলেন তা মুস্তাফিজ। বোলিং কোচকে কাছে পেলে সেরাটা দেখানোর যে ইচ্ছে অবচেনমনেই দেয় তাড়া, তাতে আরো চাঙ্গা মুস্তাফিজকে (৪-০-১৭-২) দেখেছে রাজিব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দারাবাদ সমর্থকরা গতকাল। পাওয়ার প্লে’র ৬ ষ্ঠ ওভারে মুস্তাফিজুরের হাতে দিয়েছেন তুলে বল সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ১ ওভারের প্রথম স্পেলটি ১-০-২-১। অসাধারন অফ কাটার বুঝতে না পেরে দিনেশ কার্তিক ব্যাকওয়ার্ড পয়েন্টে যে ক্যাচটি দিয়েছেন, উইলিয়ামসনের অবিশ্বাস্য সে ক্যাচটি প্রথমে বিশ্বাসই যেনো হয়নি মুস্তাফিজুরের। লম্বা ব্রেক দিয়ে ১৪তম ওভারে বোলিংয়ের দায়িত্ব পেয়ে ওই ওভারে ৫টি ডট,একটির বেশি রান না দিয়ে চাপটা দিয়েছেন মুস্তাফিজুর গুজরাট লায়ন্সকে। শ্লগে ১৭ এবং ১৯তম ওভার দু’টি এই ম্যাচেও ছিল বরাদ্দ মুস্তাফিজুরের। ২ ওভারের এই স্পেলটি তার ২-০-১৪-১। ১৯তম ওভারে কাটার বুঝতে না পেরে অনোন্যপায় হয়ে মিড অফে ক্যাচ দিয়ে জাদেজা নিজের ব্যাটের উপর বিরক্ত ! ওই ওভারে ফিঞ্চ এর হাতে ছক্কা খেয়েছেন, ওটাই মুস্তাফিজুরের ম্যাচে একমাত্র বাউন্ডারি হজম। ২৪টি ডেলিভারীর ১৪টিই ডট এই বাঁ হাতি কাটার মাস্টারের। ১৪৪ কিলোমিটার গতিতে পর্যন্ত বল করেছেন এদিন, শেষ ওভার ২টিতে ইয়র্কারের ছড়াছড়িতে নিজের জাতটা দিয়েছেন চিনিয়ে এই কাটার মাস্টার। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২ উইকেটে (২/২৬) শুরু মুস্তাফিজুরের আইপিএল মিশন, কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২/৯ বোলিংয়ে ম্যাচ সেরা মুস্তাফিজুর চলমান আসরে তৃতীয়বারের মতো পেলেন দেখা ২ উইকেটের (২/১৭)। ৮ ম্যাচে ১০ উইকেটে মুস্তাফিজুর এখন অন্দ্রে রাসেল,ম্যাকক্লিনগান (১৩ উইকেট), ভুবনেশ্বর (১২ উইকেট), বুমরাহ (১১ উইকেট) এর পরে। পয়েন্ট তালিকায় কে কে আর এর সাথে যৌথভাবে শীর্ষে থাকা গুজরাট লায়ন্সকে ১২৬/৬ এ আটকে ফেলে ফিরতি ম্যাচেও যে জয়ের পথ সুগম হয়েছে সানরাইজার্সের। দলের বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ে মুস্তাফিজুরই যে সানরাইজার্সের জয়ের পথটা করেছেন সুগম। মাঠভর্তি পোকায় পীচ চেনাই যেখানে দায়, সেখানেও ভয়ংকর মুস্তাফিজুর।



 

Show all comments
  • Karim Mohajon ৭ মে, ২০১৬, ১১:৩৯ এএম says : 3
    Bhubonessor kivabe man of the match holo - atai to bujhlam na
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজ ম্যাজিক অব্যাহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ