নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
টেস্ট দলে মুস্তাফিজুর রহমানের ফেরাটা দলের জন্য ‘ভালো খবর’ বলে মনে করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। আর এনামুল হকের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফেরাটা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার। সাকিব আল হাসান পুরো সফর খেলবেন কি না, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে ক্রিকেট পরিচালনা বিভাগ। গতপরশু রাতে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তিন সংস্করণের দল ঘোষণা করেছে বিসিবি। দল ঘোষণার পর এসব বলেছেন প্রধান নির্বাচক।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ টেস্টের ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন মুস্তাফিজ। বিসিবির সঙ্গে সর্বশেষ চুক্তিতে তিনি শুধু সাদা বলে খেলবেন বলে জানিয়েছিলেন। যে কারণে তার টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। মুস্তাফিজ নিজে টেস্ট খেলতে চান না বলেও শোনা গিয়েছিল। পরে অবশ্য মত বদলেছেন তিনি। তার ফেরাটা দলের জন্য ইতিবাচকই মনে করছেন মিনহাজুল, ‘মুস্তাফিজের দলে ফেরা টেস্ট দলের জন্য ভালো খবর। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ বোলার, ওই কন্ডিশন আগেও খেলেছে। তার ফেরাটা আমাদের জন্য ভালো খবর।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের সময় আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে ভারতে ছিলেন মুস্তাফিজ। যদিও শেষ দিকে তাঁকে খেলায়নি দিল্লি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পরই আইপিএলে চলে যান তিনি।
এনামুল হক জাতীয় দলে ফিরলেন প্রায় তিন বছর পর। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে ১১৩৮ রান করার পরই এনামুলকে আবার ফেরানোর কথা ওঠে। শেষ পর্যন্ত ঠিকই ফিরলেন তিনি। যেটির কারণ হিসেবে মিনহাজুল বললেন, ‘বিজয় (এনামুল) ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলছে। সেটারই পুরস্কার পেল। ঘরোয়া ক্রিকেটের ফর্মটা ধরে রাখতে পারলে আশা করি আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের জন্য ভালো হবে।’ ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই আছেন এনামুল। টি-টোয়েন্টি দলে এসেছেন নাঈম শেখের জায়গায়। নাঈমের বাদ পড়ার কারণও বলেছেন মিনহাজুল, ‘টি-টোয়েন্টিতে যেহেতু নাঈমের ফর্মটা ভালো যাচ্ছে না, সে জন্য তাকে রাখা হয়নি। টপ অর্ডারে বিজয়কে তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছে।’
মুস্তাফিজ-এনামুলের মতো দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। মূলত চোটের কারণেই গত কিছুদিন দলের বাইরে থাকা এই পেস বোলিং অলরাউন্ডার ফিরে আসার তাৎপর্যও ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক, ‘অনেক দিন চোটে ছিল সাইফউদ্দিন। সে এখন ফিরেছে। ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে। এটা আমাদের জন্য ভালো খবর। একজন পেস বোলিং অলরাউন্ডার থাকাটা খুবই জরুরি। এতে দলের ভারসাম্যটা ভালো হবে।’
চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজে না খেলা মিরাজের ফেরাও দলের জন্য ‘বাড়তি সুবিধা’ বলে মনে করেন মিনহাজুল। পেসার তাসকিন আহমেদকে টেস্ট দলে না রাখার কারণ চোট। শুধু ওয়ানডে দলে আছেন তিনি। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে, ‘তাসকিন টি-টোয়েন্টি দলের সঙ্গেই যাবে। আমরা তার চোটের অবস্থা বুঝে তারপর সিদ্ধান্ত নেব। যদি সব ঠিক থাকে, তাহলে টি-টোয়েন্টি দলের সঙ্গে যোগ দেবে সে। তাঁকে বাদ দেওয়া হয়নি। আমরা পরিস্থিতি বুঝে দেখব।’
হজ করতে যাবেন বলে এ সফরের দলে নেই মুশফিকুর রহিম। ওয়ানডে সিরিজে সাকিব খেলবেন না, এমন আলোচনা শোনা গেলেও তিন সংস্করণের দলেই আছেন। সাকিব ছুটি চাইলে ভেবে দেখা হবে বলে জানিয়েছেন মিনহাজুল, ‘এটা যদি সাকিব আবেদন করে, তারপর দেখা যাবে। এটা ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যাপার।’
এদিকে, আইপিএল মিশন শেষে দেশে ফিরেছেন মুস্তাফিজ। গতকাল দুপুর ১টায় সস্ত্রীক ঢাকায় পা রেখেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য গত মার্চে দেশ ছাড়েন এই বাঁহাতি পেসার। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ভারত যান মুস্তাফিজ। দিল্লি ক্যাপিট্যালস দলের হয়ে আইপিএলে ৮ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন। মুস্তাফিজ আইপিএলে ব্যস্ত থাকার সময়টাতে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট খেলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে। এ সময় মুস্তাফিজের টেস্ট দলে না থাকা নিয়ে অনেক আলোচনা হয়েছে।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশ ২টি টেস্ট, ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪ জুন। প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা, দ্বিতীয়টির সেন্ট লুসিয়া। এরপর আগামী ২ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৩ ও ৭ জুলাই। ডমিনিকায় প্রথম দুটি টি-টোয়েন্টি খেলে গায়ানায় হবে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। বাংলাদেশ দল সফর শেষ করবে ১০, ১৩ ও ১৬ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ খেলে। সবকটি ম্যাচের ভেন্যু গায়ানা। সব ঠিক থাকলে আগামী ৩, ৫ ও ৬ জুন তিন ভাগে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে বাংলাদেশ দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।