Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মুস্তাফিজ নয়, ওয়াসিমকেই দেখেন স্টেইন

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানের ভক্তের তালিকাটা দিন দিন লম্বাই হচ্ছে। অভিষেকের পর থেকেই ক্রিকেট দুনিয়াকে চমকে দিতে থাকা এই পেসারের ভক্তের তালিকায় সর্বশেষ সংযোজন ডেল স্টেইন। প্রোটিয়া ফাস্ট বোলারের মতে, মুস্তাফিজের সামর্থ্য আর প্রতিভা দেখে তার ওয়াসিম আকরামের কথাই মনে পড়ে যাচ্ছে। মুস্তাফিজের বোলিং দারুণ উপভোগ করেন জানিয়ে স্টেইন বলেন, ‘মুস্তাফিজ হয়তো আকরামের মতো অত বেশি সুইং করাতে পারে না। কিন্তু তার বোলিং দেখাটাও দারুণ উপভোগ্য।’ আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজকে বিরল এক প্রতিভা বলেই মানেন স্টেইন।
মুস্তাফিজের বোলিং বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানের পরীক্ষা নিচ্ছে। বাংলাদেশের এই বাঁ হাতি বোলারকে দেখে স্টেইন এর কারণটাও ধরতে পেরেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ডান হাতি ফাস্ট বোলারদের অফ কাটার দিতে দেখে ব্যাটসম্যানরা। তারা এটাতে অভ্যস্ত। কিন্তু বাঁ হাতি মুস্তাফিজ কাটারের সঙ্গে বলের গতিও পরিবর্তন করছে, যা ব্যাটসম্যানরা আগে দেখেনি।’
এক সময় ক্রিকেট বিশ্বে আতঙ্কের নাম ছিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তানি এই কিংবদন্তিকে ডাকা হতো ‘দ্য কিং অব সুইং’ নামে। ওয়াসিম আকরাম এখন অতীত। সম্প্রতি বিশ্বমঞ্চে ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে চলছেন বাংলাদেশ ক্রিকেটের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমান। যা মুস্তাফিজকে একটি জায়গায় ওয়াসিম আকরামের চেয়েও এগিয়ে রাখতে সাহায্য করেছে স্টেইকে, ‘আমরা সাধারণত দেখি ডানহাতি বোলাররা অফ কাটার করে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেন। কিন্তু বাঁহাতি মুস্তাফিজ কাটার ও পেস পরিবর্তন করতে পারে। এটা আগে কখনও কোনও বোলারের মধ্যে দেখা যায়নি।’
গত বিশ্বকাপে ট্রেন্ট বোল্ট আর মিচেল স্টার্কের বোলিং মুগ্ধ করেছিল স্টেইনকে। এই দুই বোলারের পর মুস্তাফিজের আবির্ভাবকে আন্তরিকভাবেই স্বাগত জানিয়েছেন স্টেইন। একই সঙ্গে তাঁর জন্য শুভ কামনাও জানিয়েছেন, ‘গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট আর অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক নজর কেড়েছিলেন সবার। বোল্ট তো সাদা বলে দারুণভাবে সুইং করিয়েছিল। স্টার্ক তার গতি দিয়ে আনন্দ দিয়েছিল সবাইকে। এবার বাংলাদেশ থেকে এসেছে মুস্তাফিজ।’
গত বছর জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে বেশ নজর কেড়েছিলেন মুস্তাফিজ। সেই ধারাবাহিকতায় গত একটি বছর পুরো বিশ্বকে মাতিয়েছেন তিনি। এবার আইপিএলেও বেশ নজর কেড়েছেন তিনি। তাই মুস্তাফিজের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল বলে মনে করেন এই পেপ্রাটিয়া পেসার, ‘গত একটি বছরে মুস্তাফিজের পারফরম্যান্স দেখে আমার মনে হয়েছে, তাঁর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আশা করছি পরবর্তী সময়ে সে নিজেকে আরো বেশি মেলে ধরবে। তাঁর সেই সামর্থ্য আছেও।’



 

Show all comments
  • ১১ ডিসেম্বর, ২০১৬, ৮:২৬ এএম says : 0
    মুস্তাফিজ বাংলাদেশের সম্পদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজ নয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ