Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেপরোয়া ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে সিলেটে মোটর সাইকেল আরোহী নিহত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ৫:০৫ পিএম

সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে ঘটে এ ঘটনা। নিহত জবরুল ইসলাম সিলেট সিটি করপোরেশন ৪০ নং ওয়ার্ডের কুচাই দক্ষিণ পাড়া গ্রামের মৃত মসবুর আলির পুত্র।

স্থানীয় সূত্র মতে, সিলেট থেকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-২৪-৬৪২৭) সিলেটগামী মোটরসাইকেল (সিলেট-হ-১১-৯৮৬২) কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হনমোটরসাইকেল আরোহী জবরুল ইসলাম ।

এদিকে, ঘটনার পর ঘাতক ট্রাককে স্থানীয় জনতা আটকাতে সক্ষম হলেও পালিয়ে যায় ট্রাক চালক। সিলেট গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাক জব্দ করেছে। এছাড়া সুরতহাল তদন্তে ওসমানী হাতপাতালে প্রেরণ করা হয়েছে নিহত যুবকের লাশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ