মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে তালেবান নারীদের এনজিওতে কাজ করার নিষিদ্ধ করার পর তিনটি বৃহৎ আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেদেশে তাদের কাজ বন্ধ রেখেছে। এক যুক্ত বিবৃতিতে কেয়ার ইন্টারন্যাশনাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) এবং সেভ দ্য চিলড্রেন বলেছে, নারী কর্মীরা ছাড়া তাদের পক্ষে আফগানিস্তানে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। সাহায্য সংস্থাগুলো দাবি জানিয়েছে, আফগানিস্তানে তাদের প্রতিষ্ঠানে যেন নারী কর্মীদের কাজ করতে দেয়া হয়।
আফগানিস্তানের তালেবান শাসকরা ক্রমাগত নারীদের অধিকার হরণ করে চলেছে। আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়েদের নিষিদ্ধ করার কদিন পরই এনজিওতে নারীদের কাজ করা নিষিদ্ধ করা হয়। তালেবানের অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আবদেল রহমান হাবিব বলেছেন, বিদেশি দাতা সংস্থাগুলোতে যে নারীরা কাজ করে, তারা হিজাব না পরে নিয়ম ভঙ্গ করেছে। তালেবান হুঁশিয়ারি দিয়েছে, যেসব সংস্থা তাদের বিধিনিষেধ মানবে না, তাদের লাইসেন্স বাতিল করা হবে।
কেয়ার, এনআরসি এবং সেভ দ্য চিলড্রেন বলেছে, যদি নারী কর্মীরা অবদান না রাখতেন, তাহলে তাদের পক্ষে আফগানিস্তানে লাখ লাখ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হতো না। তাদের বিবৃতিতে আফগানিস্তানে নারী এবং পুরুষ যেন সমানভাবে জীবনরক্ষাকারী বিভিন্ন কর্মসূচীতে কাজ করতে পারে, সেই আহ্বান জানানো হয়। জাতিসংঘের একজন শীর্ষস্থানীয় সমন্বয়কারী রামিজ আলাবারকভ বলেন, জাতিসংঘ নারীদের কাজ করার ওপর আরোপিত নিষেধাজ্ঞা যেন তুলে নেয়া হয়, সেই লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর জন্য তালেবানের এই সিদ্ধান্ত একটা চরম সীমা।
একজন জাতিসংঘ কর্মকর্তা বলেছেন, তালেবান তাদের সিদ্ধান্ত বাতিল না করলে জাতিসংঘ সেদেশে মানবিক সাহায্য দেয়া বন্ধ করে দিতে পারে। নরওয়েজিয়ান সংস্থা এনআরসি জানিয়েছে, আফগানিস্তানে তাদের সংস্থার ১৪শ কর্মীর মধ্যে ৫শ জনই নারী। তিনি বলেন, আফগানিস্তানের ঐতিহ্য, পোশাকের রীতি মেনেই এরা সেখানে কাজ করছিল। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।