জিপের ধাক্কায় রাঙামাটিতে উসিমং মারমা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উসিমং মারমা স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) জুম ফাউন্ডেশন লীন প্রকল্পের সদ্য নিয়োগপ্রাপ্ত রাঙামাটির মনিটরিং অফিসার। তিনি কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের তালুকদার পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী উসিমং মারমা কাপ্তাই থেকে রাঙামাটি ফিরছিলেন। পথিমধ্যে সাপছড়িতে একটি জিপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে কোন গাড়ির ধাক্কায় বা কিভাবে মৃত্যু হয়েছে তা আমরা এখনও নিশ্চিত হয়নি। তবে অনুসন্ধান শেষে জানা যাবে।