মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সীমান্ত সমস্যা মেটাতে কাবুলে তালিবান নেতৃত্বের মুখোমুখি হলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। গত ১৫ আগস্ট কাবুলের দখল নেওয়ার পরেই গোটা দেশে তালিবানের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। আফগানিস্তানের শাসনভার তালিবানের হাতে তুলে দেশ ছাড়ে আমেরিকা। তালিবান মসনদ দখল করলেও এখনও অধিকাংশ পশ্চিমী দেশই স্বীকৃতি দেয়নি তালিবানকে। যদিও সেই পথে হাঁটেনি পাকিস্তান। তারা শুরু থেকেই শুধু নিজেরা নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তালিবানের স্বীকৃতির দাবিতে সরব। কিন্তু তা সত্ত্বেও প্রতিবেশী দুই দেশের মধ্যে বায়ুসীমা, স্থল সীমান্ত দিয়ে পণ্য চলাচলের ক্ষেত্রে কিছু মতানৈক্য রয়েই গিয়েছে। এ ধরনের সীমান্ত সমস্যার নিরসনেই কুরেশির কাবুল সফর। যাতে দু’দেশের মধ্যে পুরোদমে ব্যবসা শুরু করে দেওয়া সম্ভব হয়। বৈঠকের পরে এক ভিডিয়ো বার্তায় কুরেশি জানিয়েছেন, প্রধানমন্ত্রী-সহ তালিবান ক্যাবিনেটের সমস্ত সদস্যের উপস্থিতিতে দু’পক্ষের পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে। বৈঠক সফল হয়েছে। কুরেশির কথায়, ‘আগামী দিনে কী ভাবে সীমান্ত সংক্রান্ত যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলা যায়, তার দিকে লক্ষ্য রেখেই এই বৈঠকের আযোজন করা হয়েছিল’। সম্প্রতি আফগান-পাকিস্তানের চমন সীমান্তে কিছু সমস্যার জন্য ফল ও বেশ কিছু সামগ্রী পচতে শুরু করেছিল। দু’সপ্তাহেরও বেশি বন্ধ রয়েছে পণ্য চলাচল। সেই বিষয়টিকে ইঙ্গিত করে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, এ ধরনের সমস্যার সমাধানে দু’তরফের বৈঠক খুব গুরুত্বপূর্ণ। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।