Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মান্তকরণের অভিযোগ, উত্তরাখণ্ডে বড়দিনের উৎসবে হিন্দুত্ববাদীদের তাণ্ডব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২২, ১২:৪২ পিএম

বিজেপিশাসিত উত্তরাখণ্ডে বড়দিনের উৎসবে হামলা। অভিযোগ, বড়দিনের প্রার্থনার নামে জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছিল। এই অভিযোগে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় ৬ জনকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়। জানা গিয়েছে, যাদের উপর হামলা হয়েছিল তাদেরও আটক করে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে উত্তরকাশী জেলার ছোট্ট গ্রাম পুরোলা। শুক্রবার দুপুরে সেখানে বড়দিনের উৎসব চলছিল। প্রার্থনার দায়িত্বে ছিলেন পাস্তুর ল্যাজারাস কর্নেলিয়াস ও তার স্ত্রী সুষমা কর্নেলিয়াস। দুজনই ইউনিয়ন চার্চের সদস্য। জানা গিয়েছে, গ্রামে বড়দিন উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়েছিল। তারই অংশ হিসেবে সেদিন সকালে প্রার্থনা করা হচ্ছিল। আচমকা জনা তিরিশ যুবক লাঠি, ধারাল অস্ত্র নিয়ে প্রার্থনাসভায় হামলা চালায়। হামলাকারীদের অভিযোগ, বড়দিনের উৎসবের নামে জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছিল।

এই ঘটনার প্রেক্ষিতে ৬ জনকে আটক করে পুলিশ। তার মধ্যে আক্রান্ত কর্নেলিয়াস দম্পতিও ছিল। পরে অবশ্য ছজনকেই ছেড়ে দেয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, নিজেদের মধ্যে কথা বলে বিষয়টি মিটমাট করে নেয়া হয়েছে। এর থেকে বেশি কোনও তথ্য দিতে চায়নি পুলিশ।

প্রসঙ্গত, উত্তরাখণ্ড সরকার শুক্রবার বিধানসভায় ধর্মীয় স্বাধীনতা সংশোধনী আইন পাশ করিয়েছে। এই আইন অনুযায়ী, জোর করে ধর্মান্তকরণের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের জেলের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা যাবে। সেই সঙ্গে তাকে জরিমানা করা হবে সর্বোচ্চ ৫০ হাজার রুপি পর্যন্ত। শুধু তাই নয়, দোষ প্রমাণিত হলে যাদের ধর্ম বদলের চেষ্টা করা হচ্ছিল, তাদের ৫ লাখ রুপি পর্যন্ত ক্ষতিপূরণও দিতে হবে। আগের আইন অনুযায়ী, এই ধরনের ধর্মান্তকরণের শাস্তি ছিল সর্বোচ্চ ৭ বছরের জেল। সূত্র: টাইমস নাউ।



 

Show all comments
  • Ali ২৫ ডিসেম্বর, ২০২২, ১:২০ পিএম says : 0
    ভারতের হিন্দুরেদর এ আর নতুন কি। তারা তো প্রায়ই এমন কাজ করে। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইন করা দরকার
    Total Reply(0) Reply
  • Nazmul ২৫ ডিসেম্বর, ২০২২, ৬:১৮ পিএম says : 0
    সন্ত্রাসের গড ফাদার মোদি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ