Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় শিবিরের সেক্রেটারিসহ ১৬ জামায়াতকর্মী গ্রেফতার, ককটেল উদ্ধার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ৪:৩৩ পিএম

দশ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করার সময় সাতক্ষীরা ছাত্রশিবিরের সেক্রেটারিসহ ১৬ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের হাটের মোড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
তবে, পুলিশ বলছে নাশকতার প্রস্তুতিকালে তাদেরকে ৫টি ককটেল সহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিবুর রহমান(২১), জামায়াত নেতা মশিউর রহমান(৬০), শফিকুল আলম(৫৫), মোঃ ফজলুর রহমান(৬২), মোঃ সাঈদ হোসেন(১৯), মোঃ আল আমিন হোসাইন (২৩), মোঃ রাশেদ হোসেন (১৯), বায়েজীদ হোসেন (২২), মোস্তাকিন বিল্লাহ(১৭), সোলাইমান হোসেন(২৩), জাহিদ হাসান(২০), সাগর হোসেন(২৫), মোঃ সাইফুল ইসলাম(৩২), মোঃ আবু মুসা(২২), মফিজুল ইসলাম(৩৫), আব্দুল হামিদ সরদার(৫৮)।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান জানান, ‘নাশকতার প্রস্তুতিকালে ৫টি ককটেল সহ জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মোঃ আজিজুর রহমান জানিয়েছেন, ‘তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়া ও আলেমওলামাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে শান্তিপূর্নভাবে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল শুরু করার সময় পুলিশ তাদের ধাওয়া করে। এসময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে তিন দিকে চলে যায়। পুলিশ মিছিল থেকে জামায়াত ও শিবিরের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

 



 

Show all comments
  • jack ২৪ ডিসেম্বর, ২০২২, ৪:৪৮ পিএম says : 0
    এই মিথ্যাবাদীরা কেয়ামতের দিন তোমাদের কি অবস্থা হবে জানো সরাসরি জাহান্নাম তোমরা মানুষের জানমাল নিয়ে খেল-তামাশায় মত্ত
    Total Reply(0) Reply
  • Md.Belayet ২৪ ডিসেম্বর, ২০২২, ৪:৫৭ পিএম says : 0
    ককটেল উদ্ধার কি হাত থেকে করছেন ? নাকী পকেট থেকে ছাত্রশিবিরের ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ককটেল উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ