বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : সন্ত্রাসী হামলার প্রস্তুতিকালে গতকাল বুধবার বিকেল পৌনে ৫টার দিকে বগুড়ার শাজাহানপুরের ওমরদীঘি বাজার থেকে জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক ও আসন্ন খরনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ভিপি সাজেদুর রহমান শাহিনের ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৩-৩৬৫৭) থেকে ১ টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও অফিস থেকে ১১ টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলীর পুত্র আসাদুজ্জামান (২৫) আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে ৭টি মোটরসাইকেল, ২টি প্রাইভেট কার জব্দ করে থানায় আনা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ভিপি শাহিনের নেতৃত্বে ৪০/৫০ জন টেংগামাগুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওমরদীঘি বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভিপি শাহিন দলবলসহ মোটরসাইকেল ও কার গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যায়। এ সময় ভিপি শাহিনের কার গাড়ি তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ওমরদীঘি বাজারে তার ব্যক্তিগত অফিস থেকে ১১টি ককটেল ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় ভিপি শাহিনকে প্রধান আসামীকে করে অস্ত্র ও বিস্ফেরকদ্রব্য আইনে পৃথক দু’টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।