বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত এলাকা থেকে ৪২টি তাজা ককটলে উদ্ধার করছে বিজিবি। বালতিতে রক্ষিত ককটেলগুলো বহন করে নিয়ে যাবার সময় বিজিবি সদস্যদের এ অভিযানে ককটেল বহনকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি এবং হতাহত হয়নি। চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক এসএম আবুল এহসান জানান, বৃহস্পতবিার সকাল সাড়ে ৯টার দিকে ফতেপুর সীমান্তের পিলার নম্বর ১০/২ এস থেকে আনুমানিক ৯শ’ গজ বাংলাদেশেরে ভেতরে সওড়াপাড়া পদ্মার চর এলাকায় বালতি নিয়ে দুজনসহ প্রায় ১৫ জন লোক নদী পার হওয়ার সময় বিজিবির ফতেপুর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল তাদের ধাওয়া করে। এসময় বালতি ফেলে দুজন বিজিবির ওপর লক্ষ্য করে ককটলে ফাটিয়ে পালিয়ে যায়। এদের একজন সওড়াপাড়া পদ্মার চরে এবং অপরজন লক্ষ্মীচর এলাকায় পালিয়ে গেলে বিজিবি সদস্যরা লক্ষ্মীচরে অভিযান চালিয়ে ৪২টি তাজা ককটলে উদ্ধার করে। এ ঘটনায় উদ্ধারকৃত ককটেলগুলো শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে এবং দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।